বাংলাদেশে রাশ মেলায় বোমা বিস্ফোরণ, আহত ১০

ওয়েব ডেস্ক: বাংলাদেশের দিনাজপুরে রাশ মেলায় বোমা বিস্ফোরণ, আহত দশ। বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তাজি মন্দিরের কাছেই রাশ উপলক্ষে আয়োজন করা হয়েছিল মেলার। হঠাৎ মেলা প্যান্ডেলে বোমা বিস্ফোরণ। ঘটনায় আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয় দিনাজপুর মেডিক্যাল কলেজে। আহতদের বেশির ভাগই পায়ে আঘাত পেয়েছেন। তবে তাঁদের কেউই মৃত্যুশঙ্কায় নেই, জানিয়েছে দিনাজপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। মেলার প্যান্ডেলের মধ্যে হঠাৎ বোমা বিস্ফোরণে আতঙ্কিত গোটা এলাকা।

পুলিস মনে করছে, আগে থেকেই বোমা রাখা হয়েছিল ঐ স্থানে। ভূগর্ভস্থ ছিল বোমা। এই ঘটনায় তিন জনকে সন্দেহ করছে পুলিস। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দিনাজপুর থানার পুলিস।    

English Title: 
Blast at Raash Mela near Kantaji Temple
News Source: 
Home Title: 

বাংলাদেশে রাশ মেলায় বোমা বিস্ফোরণ, আহত ১০

বাংলাদেশে রাশ মেলায় বোমা বিস্ফোরণ, আহত ১০
No
Is Blog?: 
No