Karachi University: করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে বিস্ফোরণ, মৃত ৪

করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের কাছে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পরেই নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান এবং ঘটনাস্থল ঘিরে ফেলেন।

Updated By: Apr 26, 2022, 04:42 PM IST
Karachi University: করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে বিস্ফোরণ, মৃত ৪

নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল করাচি। কমপক্ষে ৫ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। দু'জন আহত। করাচি পুলিস ঘটনার কথা নিশ্চিত করেছে। বম্ব ডিসপোসাল স্কোয়াডের লোকজনকেও ঘটনাস্থলে ডাকা হয়েছে।

জানা গিয়েছে, করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের কাছে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পরেই নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান এবং ঘটনাস্থল ঘিরে ফেলেন। এলাকা থেকে একটি ভ্যান উদ্ধার হয়। অনুমান করা হচ্ছে, সেখানে ৭-৮ জন ছিল, তবে আপাতত ৫ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। 

পুরোদস্তুর তদন্ত শুরু হয়েছে। 

আরও পড়ুন: Osama Bin Laden: ৯/১১-র পরে আরও কি সাঙ্ঘাতিক পরিকল্পনা করেছিলেন লাদেন, জানেন?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.