ডেপুটি চেয়ারম্যানের কনভয় লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণ বালোচিস্তানে, মৃত ২০

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০ জন। আহতের সংখ্যা বহু। আহতদের মধ্যে সেনেটের ডেপুটি চেয়ারম্যানও রয়েছেন। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

Updated By: May 12, 2017, 05:01 PM IST
ডেপুটি চেয়ারম্যানের কনভয় লক্ষ্য করে ভয়াবহ বিস্ফোরণ বালোচিস্তানে, মৃত ২০

ওয়েব ডেস্ক : পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০ জন। আহতের সংখ্যা বহু। আহতদের মধ্যে সেনেটের ডেপুটি চেয়ারম্যানও রয়েছেন। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

শুক্রবারের নামাজ পড়া হচ্ছিল বালোচিস্তানের মাসতুং এলাকায় একটি মসজিদে। সেইসময় ওই মসজিদের বাইরেই বিস্ফোরণটি ঘটানো হয়।  পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলার লক্ষ্য ছিল হায়দেরির কনভয়। হায়দেরির কনভয় মসজিদ চত্বর ছাড়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণটি ঘটে। তালিবান ও অন্যান্য জঙ্গিগোষ্ঠী উপদ্রুত এই মাসতুং এলাকাটি আফগান ও ইরান সীমান্তে অবস্থিত।

আরও পড়ুন, বড়সড় নাশকতার পরিকল্পনা 'মার্কিন বন্ধুরাষ্ট্র' ভারতে!

.