তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকা
ভারী তুষারপাত সঙ্গে ঝোড়ো হাওয়া। স্যান্ডির রেশ কাটতে না কাটতেই ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে আমেরিকা। ইতিমধ্যেই নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভারী তুষারপাত সঙ্গে ঝোড়ো হাওয়া। স্যান্ডির রেশ কাটতে না কাটতেই ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে আমেরিকা। ইতিমধ্যেই নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৭০ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই। বরফের চাদরে চাপা পড়েছে রাস্তা। বন্ধ যান চলাচল। ব্যাহত জনজীবন। বাতিল হয়েছে প্রায় বাইশশো উড়ান। বহু জায়গায় বরফের স্তর তিন ফুটেরও বেশি গভীর। তুষারঝড়ে কানেক্টিকাট, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস - সর্বত্রই বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা। ঘণ্টায় প্রায় ৮৩ মাইল বেগে ঝোড়ো হাওয়ার দাপটে ব্যাহত নিউইয়র্কের জনজীবন। উপকূল এলাকায় সমুদ্রের জলস্তর বাড়ায় চিন্তিত মার্কিন প্রশাসন।