মৌলবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার, প্রতিবাদে পথে নামল প্রকাশকরা

মুক্তচিন্তার লেখক ও প্রকাশকদের ওপর পর পর হামলার প্রতিবাদে সোমবার ঢাকায় পথে নামেন বহু মানুষ। দোকান বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন প্রকাশকেরাও।

Updated By: Nov 3, 2015, 01:03 PM IST
মৌলবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার, প্রতিবাদে পথে নামল প্রকাশকরা

ওয়েব ডেস্ক: মুক্তচিন্তার লেখক ও প্রকাশকদের ওপর পর পর হামলার প্রতিবাদে সোমবার ঢাকায় পথে নামেন বহু মানুষ। দোকান বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন প্রকাশকেরাও।

তাঁদের অভিযোগ, হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নিচ্ছে না সরকার। প্রকাশকদের অভিযোগ, প্রথমে লেখক, তারপর ব্লগার এবং শেষে প্রকাশকদের ওপর আক্রমণ নামিয়ে আনছে মৌলবাদীরা। প্রকাশক, লেখক ও ব্লগারদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ হয় বাংলাদেশের অন্যান্য শহরেও। প্রতিবাদে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং বাংলাদেশের লেখকরাও।

উল্লেখ্য মৌলবাদের বিরুদ্ধে লিখে ঢাকায় খুন হন ব্লগার অভিজৎ রায়। তারও আগে খুন হন ব্লগার রাজীব। আর তারপরই বাংলাদেশে সংগঠিত হয় শহবাগ আন্দোলন। এখন প্রশ্ন, বাংলাদেশ কি ফের বৃহত্তর আন্দোলনের পথেই এগোচ্ছে?

.