'অভদ্র, উদ্ধত'ডিলানের ব্যবহারে ক্ষুব্ধ নোবেল কমিটি

গোটা বিশ্ব বব ডিলানের নোবেল প্রাপ্তি নিয়ে উত্তাল। কিন্তু যিনি নোবেল পেলেন সেই ডিলান পুরো চুপ। মিডিয়া তো বটেই নোবেল কমিটির সঙ্গেও নাকি যোগাযোগ করেননি বব ডিলান। নোবেল কমিটির ফোন পর্যন্ত ধরছেন না এই মার্কিন কিংবদন্তি গায়ক-গীতিকাব্যকার। আর এতেই ক্ষোভ চরমে উঠেছে নোবেল কমিটির। ক্ষোভ এমন জায়গায় গিয়েছে যে সুইডিশ অ্যাকাডেমির এক সদস্য ডিলানকে 'অভদ্র ও উদ্ধত' বলেও ক্ষোভ প্রকাশ করেছেন৷

Updated By: Oct 22, 2016, 07:56 PM IST
'অভদ্র, উদ্ধত'ডিলানের ব্যবহারে ক্ষুব্ধ নোবেল কমিটি

ওয়েব ডেস্ক: গোটা বিশ্ব বব ডিলানের নোবেল প্রাপ্তি নিয়ে উত্তাল। কিন্তু যিনি নোবেল পেলেন সেই ডিলান পুরো চুপ। মিডিয়া তো বটেই নোবেল কমিটির সঙ্গেও নাকি যোগাযোগ করেননি বব ডিলান। নোবেল কমিটির ফোন পর্যন্ত ধরছেন না এই মার্কিন কিংবদন্তি গায়ক-গীতিকাব্যকার। আর এতেই ক্ষোভ চরমে উঠেছে নোবেল কমিটির। ক্ষোভ এমন জায়গায় গিয়েছে যে সুইডিশ অ্যাকাডেমির এক সদস্য ডিলানকে 'অভদ্র ও উদ্ধত' বলেও ক্ষোভ প্রকাশ করেছেন৷

আরও পড়ুন- ফকির লালনের জন্য একটা নোবেল চাই

ডিলান নাকি নোবেল প্রত্যাখান করেছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর নোবেল কমিটি বারবার ডিলানের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালায়। কিন্তু না, ডিলান কিছুতেই যোগাযোগ করছেন না। নোবেল কমিটির এক সদস্যের সাফ বক্তব্য, এরকম আচরণের কী মানে? ডিলানের এই আচরণকে সুইডিশ লেখক পার ওয়াস্টবার্গ তাই অভদ্র ও উদ্ধত বলেই ব্যাখ্যা করেছেন৷ তাঁর মতে ডিলানের নীরবতাই এই অপ্রীতিকর পরিস্থিতির জন্ম দিয়েছে৷

যেদিন গীতি-কাব্যকে সাহিত্যের মর্যাদা দিয়ে ডিলানকে নোবেল দেওয়ার কথা ঘোষণা করা হয় সেদিন লাস ভেগাসে কনসার্টে ছিলেন ডিলান। সেদিনও এ বিষয়ে মুখ খোলেননি। 

.