ধ্বংসস্তুপের মধ্যে থেকে উদ্ধার মৃত্যুঞ্জয়ী কিশোর
ভেঙে পড়েছিল গোটা হোটেলটাই। নীচে চাপা পড়েছিল ১৫ বছরের পেমা। ভূমিকম্পের পাঁচদিন পর পেমাকে খুঁজে পেলেন উদ্ধারকারীরা। ভূমিকম্প বিধ্বস্ত বিভিন্ন এলাকায় পৌছচ্ছেন উদ্ধারকারীরা।
ব্যুরো: ভেঙে পড়েছিল গোটা হোটেলটাই। নীচে চাপা পড়েছিল ১৫ বছরের পেমা। ভূমিকম্পের পাঁচদিন পর পেমাকে খুঁজে পেলেন উদ্ধারকারীরা। ভূমিকম্প বিধ্বস্ত বিভিন্ন এলাকায় পৌছচ্ছেন উদ্ধারকারীরা।
পাঁচদিনের দুঃস্বপ্নের শেষ। সুস্থ হয়ে উঠছে পেমা। পঁচিশের সকালে হোটেলের একতলায় ব্রেকফাস্ট সারছিল পেমা। কিছু বুঝে ওঠার আগেই ভূমিকম্প। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা হোটেলটাই। তারপর ধ্বংসস্তুপের তলায় আটকে থাকা টানা পাঁচটা দিন। খাবার বলতে হাতের কাছে থাকা হোটেলের মাখন। ঘিরে ধরছিল প্রতিমুহুর্তে মৃত্যুভয়। কিন্তু, আশা ছাড়েনি পেমা। পাঁচদিন পর পৌছলেন উদ্ধারকারী দলের সদস্যরা। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হল পেমাকে। এখন অনেকটাই সুস্থ পেমা।
প্রতিকূলতার বিরুদ্ধে পেমার লড়াইকে সেলাম ঠুকছেন চিকিত্সকরাও।
লাফিয়ে বাড়ছে নেপাল ভূমিকম্পে মৃতের সংখ্যা। ইতিমধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ছহাজার। তবে ত্রাণের অপ্রতুলতা নিয়ে ক্ষোভ বাড়ছে প্রত্যন্ত এলাকাগুলিতে।