চিনের জিয়াংশি প্রদেশে সেতু ভেঙে মৃত ৩
চিনের জিয়াংশি প্রদেশে হঠাতই ভেঙে পড়ল সেতু। ভোরে যখন পুরনো ব্রিজটি ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা তখনই সেটি হুড়মুড় করে ভেঙে পড়ে। কয়েকটি ট্রাকের সঙ্গে ধ্বংসস্তুপে চাপা পড়েন শ্রমিকরাও। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের। আহত বেশ কয়েকজন।
![চিনের জিয়াংশি প্রদেশে সেতু ভেঙে মৃত ৩ চিনের জিয়াংশি প্রদেশে সেতু ভেঙে মৃত ৩](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/11/65726-china-11-9-16.jpg)
ওয়েব ডেস্ক: চিনের জিয়াংশি প্রদেশে হঠাতই ভেঙে পড়ল সেতু। ভোরে যখন পুরনো ব্রিজটি ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা তখনই সেটি হুড়মুড় করে ভেঙে পড়ে। কয়েকটি ট্রাকের সঙ্গে ধ্বংসস্তুপে চাপা পড়েন শ্রমিকরাও। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের। আহত বেশ কয়েকজন।
এছাড়া, একেই বোধহয় বলে সুতোয় ঝুলে জীবন। টেক্সাসের অস্টিনে বহুতল গ্যারাজে পার্কিংয়ের সময় হঠাতই ন'তলা থেকে বাইরে পড়ে যায় একটি গাড়ি। রেলিংয়ের তারে আটকে ঝুলতে থাকে SUV-টি। সেই অবস্থায় গাড়ির জানালা দিয়ে বেরিয়ে কোনওক্রমে প্রাণ বাঁচান চালক।
এছাড়াও, বেশ তরিবত করে রুটিতে মাখন মাখাচ্ছিলেন ভদ্রলোক। টেবিলের ওপরে বসে লোলুপ দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে ছিল পোষা কাকাতুয়া এরিক। অন্য কাজে যেই না পিছন ফিরেছেন, অমনি টোস্ট ঠোঁটে নিয়ে চম্পট লোভী কাকাতুয়ার। শেষে অবশ্য টোস্টটি উদ্ধার করেন ভদ্রলোক।