ভূত নন, ইনি ব্রিটেনের ট্যাটো মানব

Updated By: Jul 24, 2014, 07:28 PM IST
ভূত নন, ইনি ব্রিটেনের ট্যাটো মানব

 

এ যেন ঠিক আমাদের গব্বর সিং। শোলে সিনেমায় গব্বরের ভয় দেখিয়ে মা যেমন বাচ্চাদের ঘুম পারাতেন, ঠিক তেমনই অবস্থা ট্যাটো মানবকে নিয়ে বিলিতে। তা সেই বিলিতের ট্যাটু মানবের নাম ম্যাথু হুয়লান। রাতে অন্ধকার কিংবা কম আলোর মধ্যে দাঁড়িয়ে থেকে সবার পিলে চমকে দিচ্ছেন তিনি। রাত গার্লফ্রেন্ডের সঙ্গে খোশমেজাজে ঘুরতেই বেরিয়ে একেবারে আত্মারাম খাঁচা।

পরিবারের নিয়ে রাতে বেরিয়েই 'ভূত' দেখে দে ছুট। অনেক তো ভূত ভূত বলে চেঁচিয়ে পালাচ্ছেন। পুলিসের কাছে অনেকে অভিযোগও করছেন। পুলিস ভূতের তদন্তে নেমে জানতে পেরেছে ওটা আসলে ভূত বাবাজি নয়, ট্যাটু মানব। বোকা বনে ব্রিটিশ পুলিসরাও হাসছেন।

ব্রিটেনের ট্যাটো মানব বলছেন, ভয় দেখানো নয় তিনি রাতে এমনই দাঁড়িয়ে থাকেন। কিন্তু ট্যাটো দেখে লোকে ভয় পেয়ে যান।

ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লক্ষ টাকা (৩০ হাজার ব্রিটিশ পাউন্ড) খরচ করে ম্যাথু ব্রিটেনের ট্যাটো মানব হওয়ার রেকর্ড গড়েছেন। মাথা থেকে পায়ের নখ পর্যন্ত ট্যাটো করা আছে তাঁর। সেই সাধের ট্যাটো এখন ভূতের মাস্ক হয়ে দাঁড়িয়েছে।

 

.