প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইংল্যান্ডের জনজীবন, টেমস নদীর বন্যায় প্লাবিত লন্ডন সহ ব্রিটেনের বেশ কিছু অঞ্চল

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইংল্যান্ডের জনজীবন। টেমস নদীর বন্যায় প্লাবিত লন্ডনসহ ব্রিটেনের বেশকিছু অঞ্চল। একইসঙ্গে চলছে ঝড়বৃষ্টি আর তুষারপাত। বৃহস্পতিবারের ঝড়ে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দুদিন প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে।

Updated By: Feb 14, 2014, 11:19 PM IST

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইংল্যান্ডের জনজীবন। টেমস নদীর বন্যায় প্লাবিত লন্ডনসহ ব্রিটেনের বেশকিছু অঞ্চল। একইসঙ্গে চলছে ঝড়বৃষ্টি আর তুষারপাত। বৃহস্পতিবারের ঝড়ে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দুদিন প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে।

একটানা ঝড়বৃষ্টিতে ঘরবন্দি মানুষ। শুধুমাত্র ওয়েলসেই নতুন করে প্রায় ৮০ হাজার বাড়ি বিদ্যুত্‍হীন। ফলে বন্ধ রুম হিটারও। ঠাণ্ডার মধ্যে বিদ্যুত্‍ না থাকায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। কার্ডিফ, ম্যানচেস্টার, ব্ল্যাকপুলের অবস্থাও শোচনীয়। জায়গায় জায়গায় গাছ উপড়ে রয়েছে। কোথাও বাড়ির ছাদ উড়ে গেছে। বন্যা সর্তকতা জারি রয়েছে বার্কশায়ার, উইল্টশায়ার আর সমারসেটের জন্য। গত ৬০ বছরের মধ্যে টেমস নদীর জলস্তর সবচেয়ে বেশি উচ্চতা স্পর্শ করতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সবমিলিয়ে আতঙ্কের প্রহর কাটাচ্ছেন ব্রিটেনের মানুষ।

.