পূর্ব জাভায় জেগে উঠল আগ্নেয় গিরি মাউন্ট কেলেদু, ছাই, ধোঁয়ার কবলে বিস্তীর্ণ অঞ্চল

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের ফলে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হল। মাউন্ট কেলুদ থেকে অগ্ন্যুত্‍পাতের জেরে ছাই ও ধোঁয়ায় ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। বাদ পড়েনি ১৩০ কিলোমিটার দূরের সুরাবায়া শহরও।

Updated By: Feb 14, 2014, 11:01 PM IST

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের ফলে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হল। মাউন্ট কেলুদ থেকে অগ্ন্যুত্‍পাতের জেরে ছাই ও ধোঁয়ায় ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। বাদ পড়েনি ১৩০ কিলোমিটার দূরের সুরাবায়া শহরও।

ধুলো,ধোঁয়ায় কার্যত ঢাকা পড়েছে গোটা শহর। সোলো, সুরাবায়া এবং যোগাকার্তা এই তিনটি শহরে দৃশ্যমানতা কমে যাওয়ায় বন্ধ রাখতে হয়েছে বিমান চলাচল। অগ্ন্যুত্‍পাতের সতর্কবার্তা পেয়ে নিকটবর্তী ছত্রিশটি গ্রামের প্রায় দুলক্ষ মানুষের কাছে সরে যাওয়ার আবেদন জানিয়েছিল প্রশাসন। তবে সেই আবেদনে মানুষ কতটা সাড়া দিয়েছেন তা নিয়ে স্পষ্ট নয়।

.