Canine Luxury: এই 'সিক্স স্টার' হোটেল মানুষের জন্য নয়! জানেন, কাদের?
কুকুরেরা অবশ্য সিক্স হোটেলে থেকে কতটা অভিভূত, তা জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদন: রূপকে কুকুর নিয়ে এক অসাধারণ উপন্যাস লিখেছিলেন সন্দীপন চট্টোপাধ্যায়। তাই বলে কুকুরের জন্য একেবারে সিক্স স্টার হোটেল?
হ্যাঁ, সেরকমই ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। তিন তারকা হোটেলই সাধারণ মানুষের কাছে বিলাসবহুল হিসেবে পরিচিত। ফাইভ স্টার তো কথাই নেই। এই পাঁচ তারকা হোটেল ছাপিয়েই এবার আলোচনায় এই অন্য রকম এক 'ছয় তারকা' হোটেল। বিলাসিতার চূড়ান্ত নমুনা দেখানো এই হোটেল অবশ্য মানুষের জন্য করা হয়নি, করা হয়েছে কুকুরের জন্য!
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। পোষা কুকুরের জন্য এমন বিলাসবহুল হোটেল পরিচালনা করার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার 'সুপারউফ ডগ হোটেল' কর্তৃপক্ষ। রাজধানী কেপটাউনে অবস্থিত এই হোটেল ছয় তারকার মর্যাদাপ্রাপ্য বলে দাবি তাদের। নামে হোটেল হলেও এটি মূলত ছ'মাস ও এক বছর বয়সের কুকুরের পরিচর্যাকেন্দ্র।
তবে হোটেল কর্তৃপক্ষের এত সব আয়োজনে তাদের অতিথিরা (কুকুর) কতটা আনন্দ পাচ্ছে, জানা যায়নি। তারা সংগীত উপভোগ করছে কি না বা হোটেলের খোলা ছাদে বসে 'টেবল মাউন্টেন' দেখে অভিভূত হচ্ছে কি না, তা জানা যায়নি কর্তৃপক্ষের মারফত।
সুপারউফের কুকুর পরিচর্যাকারীদের একজন হলেন ওয়াটসন এমপালা। তিনি বলেন, 'সত্যিই আমরা কুকুরগুলির জন্য ছয় তারকা মানের সেবা নিশ্চিত করার চেষ্টা করেছি। এদের জন্য ২৪ ঘণ্টার তদারকি, বিলাসবহুল পুল, বড় বড় বিশ্রামকক্ষ ও সংগীতের ব্যবস্থাও রয়েছে।'
তবে বিতর্ক চলছেই। কেননা, এমন এক দেশে কুকুরের জন্য এই বিলাসিতার আয়োজন, যে-দেশে দারিদ্র্যসীমার নিচে বসবাস করে ৫০ শতাংশ মানুষ!
আরও পড়ুন: Trip To Mars: এবার মঙ্গলের 'চাঁদে'র দিকে হাত বাড়াল মানুষ! ৪৫ দিনের 'অভিযান'