ব্যারিকেড ভেঙে হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি

প্রথমে ব্যারিকেড ভেঙে হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়া। তারপর ক্যাপিটল হিলের দিকে ধাওয়া। মার্কিন প্রশাসনে হুলুস্থূল ফেলে দিল বেকাবু, বেপরোয়া একটি গাড়ি ও তাঁর চালক। রীতিমতো হলিউডের কায়দায় পিছু ধাওয়া করে তারপর গুলি করে গাড়িটিকে থামায় পুলিস। চালকের মৃত্যু হয়েছে। তবে বেঁচে গিয়েছে গাড়িতে থাকা ১৯ মাসের একটি শিশু।   

Updated By: Oct 4, 2013, 07:57 PM IST

প্রথমে ব্যারিকেড ভেঙে হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়া। তারপর ক্যাপিটল হিলের দিকে ধাওয়া। মার্কিন প্রশাসনে হুলুস্থূল ফেলে দিল বেকাবু, বেপরোয়া একটি গাড়ি ও তাঁর চালক। রীতিমতো হলিউডের কায়দায় পিছু ধাওয়া করে তারপর গুলি করে গাড়িটিকে থামায় পুলিস। চালকের মৃত্যু হয়েছে। তবে বেঁচে গিয়েছে গাড়িতে থাকা ১৯ মাসের একটি শিশু।   
এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়াশিংটনের ভিভিআইপি জোনে। বাজেট সঙ্কটে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ সরকারি দফতর বন্ধ। তার ওপর বেপরোয়া গাড়ি ডেকে আনে নতুন সঙ্কট। হোয়াইট হাউস চত্বরের ব্যারিকেড ভাঙার পরও গাড়ি ছোটে ক্যাপিটল হিলের দিকে। পিছু ধাওয়া করে পুলিস।
ক্যাপিটল হিলের কাছে গুলি করে গাড়িটিতে থামানো হয়।
পুলিস জানিয়েছে চালক ছিলেন এক মহিলার। গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু, আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছে মহিলার সঙ্গে থাকা শিশুটি।
বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিসকর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

.