মদ্যপান ও ধূমপানই দীর্ঘ জীবনের রহস্য!

জানাচ্ছেন শতবর্ষ অতিক্রান্ত ঝাং কেমিন।

Updated By: Nov 27, 2020, 05:37 PM IST
মদ্যপান ও ধূমপানই দীর্ঘ জীবনের রহস্য!

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ জীবনের রহস্য কী? 

চিকিৎসক থেকে  সাধারণ মানুষ পর্যন্ত বলবেন, সুস্থ জীবনযাপন, স্বাস্থ্যকর খাবার এবং সুনিদ্রাই হল মোটামুটি দীর্ঘজীবনের চাবিকাঠি। 

নাহ্! বলতেই হচ্ছে তাঁরা ভুল জানেন। তাঁদের ভুল প্রমাণ করে চিনের কেমিন বলছেন বরং নেশাভান করেই অর্জন করা যায় দীর্ঘ জীবন! তিনি সব দিক থেকেই একেবারে সুস্থ। শুধু কানে একটু কম শোনেন। 

চিনের জিনজিন অঞ্চলের ঝাং কেমিন সদ্য পেরিয়েছেন ১০০ বছর। এবং দিব্যি বহাল তবিয়তে আছেন। নীরোগ শরীর। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর যা খেতে ভাল লাগে তাই তিনি খান। ধূমপান করেন, মদ্যপান করেন। অ্যালকোহল ও সিগারেটই তাঁর সব চেয়ে প্রিয় জিনিস। ২০ বছর বয়স থেকে ধূমপান শুরু করেন তিনি। মূলত কৃষক কেমিন বুককিপিংয়ের কাজ করেও রোজগার করেছেন। এখনও তাঁর এক প্যাকেট করে সিগারেট লাগে। তিনি হাঁটতে যেতে পছন্দ করেন। তবে বৃষ্টি পড়লে বাড়ি ছেড়ে বেরোতে চান না।

এ হেন জীবন্ত দৃষ্টান্ত যখন বলেন, মদ আর সিগারেট খেয়েই ভাল আছেন তিনি, সেটা কি অস্বীকার করা যায়? 

আরও পড়ুন:  শুভেন্দুর ইস্তফাপত্র গ্রহণ মুখ্যমন্ত্রীর, শীর্ষ নেতাদের ডাকলেন জরুরি বৈঠকে

.