Chile Forest Fires: ভয়ংকর হিংস্র আগুনের স্রোত বইছে দেশ জুড়ে! মৃত্যু ১১২, নিখোঁজ অসংখ্য...
Chile Forest Fires: চিলির প্রেসিডেন্ট সতর্কতা জারি করে বলেছেন, দেশ বড় ধরনের ট্র্যাজেডির মধ্যে রয়েছে। সবাইকে একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিলির দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১২-তে পৌঁছল। শতাধিক এখনও নিখোঁজ । চিলি সরকার এই তথ্য দিয়েছে। চিলিতে দাবানলের ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু এবারের দুর্যোগ সাংঘাতিক খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। লোকজনকে সাহায্য করতে সেনাবাহিনী পাঠানো হয়েছে দুর্দশাগ্রস্ত এলাকাগুলিতে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে হেলিকপ্টার থেকে জল ছিটোনো হচ্ছে।
আরও পড়ুন: World War 3: এসে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ, চলবে টানা ৫ বছর! কোন অঞ্চল থেকে শুরু হবে এই মারণ সংঘাত?
বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে কারফিউ জারি করেছে চিলির সরকার। আজ, সোমবার থেকে চিলিতে দু'দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বরিক বলেছেন, দেশ বড় ধরনের ট্র্যাজেডির মধ্যে রয়েছে। সবাইকে একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।
চিলি পর্যটকদের কাছে খুবই প্রিয় এক গন্তব্য। এর মধ্যে চিলির উপকূলীয় দুটি শহর ভিনা দেল মার ও ভালপারাইসো খুবই জনপ্রিয়। এই দুটি শহরেই কয়েকদিন আগে দাবানল শুরু হয়েছিল। চিলির রাজধানী সান্তিয়াগোর পশ্চিমে অবস্থিত এই দুটি শহর। এ দুটি শহর মিলিয়ে ১০ লাখের বেশি মানুষ থাকেন।
চিলিতে দাবানলের ঘটনা প্রায়ই ঘটে। তবে ২০১০ সালে ভূমিকম্পের পর চিলিতে এটিকেই বড় দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দাবানলে এক হাজারের বেশি বাড়ি পুড়ে গিয়েছে। চিলির মেডিকেল সার্ভিস বলছে, মৃতদের মধ্যে ৩২ জনের দেহ শনাক্ত করা গিয়েছে।
আরও পড়ুন: Ayodhya-South Korea: অযোধ্যার কন্যা হলেন কোরিয়ার রানি! রামমন্দির-পর্বে সামনে এল বিস্মৃত ইতিহাস...
ছবিতে মর্মান্তিক সব দৃশ্য দেখা গিয়েছে। একটি ছবিতে দেখা গিয়েছে, ভিনা দেল মার এলাকায় পুড়ে যাওয়া ঘরবাড়িতে নিজেদের জিনিসপত্র খুঁজছেন সেখানকার বাসিন্দারা। বাড়ির ছাদগুলিও ধসে পড়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)