চিনের কমিউনিস্ট পার্টির প্রাক্তন পলিটব্যুরো সদস্য বো জিলাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

চিনের কমিউনিস্ট পার্টির প্রাক্তন পলিটব্যুরো সদস্য বো জিলাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ঘুষ নেওয়া, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

Updated By: Sep 22, 2013, 01:38 PM IST

চিনের কমিউনিস্ট পার্টির প্রাক্তন পলিটব্যুরো সদস্য বো জিলাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ঘুষ নেওয়া, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
জু মিং নামে এক ব্যবসায়ীর কাছ থেকে জিলাই,ভারতীয় মুদ্রায় প্রায় কুড়ি কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। সবকটি মামলাতেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
এই রায়ের বিরুদ্ধে ১০ দিনের মধ্যে উচ্চ আদালতে আবেদন জানাতে পারবেন বো জিলাই। তবে, রায় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। ব্রিটিশ ব্যবসায়ী নিল হেউডের খুনের ঘটনায় জিলাইয়ের স্ত্রী, গু কাইলাইকে আগেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে, সেই দণ্ডাদেশ আপাতত স্থগিত রয়েছে।

Tags:
.