Stop Bullying: আমেরিকাকে চিন

প্রায় ষাটটি চিনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা!

Updated By: Dec 20, 2020, 07:58 PM IST
Stop Bullying: আমেরিকাকে চিন

নিজস্ব প্রতিবেদন: আমেরিকার বিরুদ্ধে বুলিংয়ের (bullying) অভিযোগ এনে তা বন্ধ করতে বলেছে চিন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশাসন তার আমলের শেষ দিকে চিনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার আওতা ক্রমশ বাড়িয়েছে। ট্রাম্পের আমলে চিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামগ্রিক সম্পর্কই তলানিতে পৌঁছেছিল।

আমেরিকার সব শেষ নিষেধাজ্ঞা প্রসঙ্গে চিনের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল জানায়, তারা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে। এ দিকে চিনা কোম্পানিগুলির অধিকার রক্ষায় বেজিং প্রয়োজনীয় পদক্ষেপের অঙ্গীকার করেছে।

চিনের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি আমেরিকার বিরুদ্ধে উৎপীড়নের (bullying) অভিযোগও এনেছে। তারা বলেছে, বিদেশি প্রতিষ্ঠানকে দমন করতে যুক্তরাষ্ট্র অব্যাহত ভাবে রফতানি নিয়ন্ত্রণ ও অন্যান্য পদক্ষেপের অপব্যবহার করছে।

ওয়াশিংটনকে এই একতরফা উৎপীড়ন (unilateral behaviour and bullying) বন্ধের আহ্বান জানিয়েছে চিন। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে চিনের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আরও তাৎপর্যপূর্ণ এই কারণে যে, আমেরিকার শাসনক্ষমতা চলে গিয়েছে ট্রাম্পের বদলে বাইডেনের (Joe Biden) হাতে।

ALSO READ: প্রাপ্তবয়স্কদের জন্য মডার্নাকে (Moderna) ছাড়পত্র দিল আমেরিকা (US)​

 

 

 

.