আটশো বছর পরে আগামীকাল দেখা যাবে Jupiter ও Saturn-এর ঘনিষ্ঠতা!

আগামীকাল, সোমবার রাত ১১টা ৫০ মিনিটে দেখা যাবে এই মহাজাগতিক conjuction

Updated By: Dec 20, 2020, 06:07 PM IST
আটশো বছর পরে আগামীকাল দেখা যাবে Jupiter ও Saturn-এর ঘনিষ্ঠতা!

নিজস্ব প্রতিবেদন: ২০২০ সালের ২১ ডিসেম্বর দিনটি মহাজাগতিক দিক থেকে এক বিরল দিন হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। কেননা, বহু বছর বাদে আগামীকাল, সোমবার বৃহস্পতি ও শনি গ্রহ পরস্পরের অত্যন্ত কাছাকাছি চলে আসছে। প্রসঙ্গত, আগামীকাল সব চেয়ে ছোট দিনও।  

Nehru Planetarium-এর Director Arvind Paranjpye জানান, আগামীকাল সোমবার রাত ১১টা ৫০ মিনিটে (11.50pm)Jupiter ও Saturn এত কাছাকাছি থাকবে যে, তাদের মধ্যে মাত্র ০.১ ডিগ্রির কোণ তৈরি হবে! এই রকম মহাজাগতিক ঘটনা আবার ঘটবে ২০৮০ সালের ১৫ মার্চ। এর আগে ১৬২৩ সালের ১ জুলাই এই দু'টি গ্রহ এত কাছাকাছি এসেছিল। কিন্তু তখন তাদের দেখতে পাওয়া যায়নি। 

গ্রহদের এরকম কাছাকাছি আসাটা (conjuction) অবশ্য খুব বিরল ব্যাপার নয়। তবে বিরল হল, এতটা কাছাকাছি আসা। এমন যে, পৃথিবী থেকে যেন মনে হবে বৃহস্পতি ও শনি একটিই গ্রহ! এবং এরকম ঘটনা ঘটলেও সেটা দেখাও যায় না সব সময়। এ বারের বৈশিষ্ট্য হল, এই ঘটনা দেখা যাবে। সে দিক থেকেও বিরল এটি। কেননা, এরকম মহাজাগতিক ঘটনা শেষ বার দেখা গিয়েছিল ৮০০ বছর আগে।  

also read: প্রাপ্তবয়স্কদের জন্য মডার্নাকে (Moderna) ছাড়পত্র দিল আমেরিকা (US)

 

.