অসম অরুণাচল সংযোগকারী ভূপেন হাজারিকা সেতু নিয়ে অসন্তোষ প্রকাশ চিনের

অসম অরুণাচল সংযোগকারী ভূপেন হাজারিকা সেতু নিয়ে অসন্তোষ প্রকাশ করল চিন। সেতু উদ্বোধনের দিন কয়েকের মধ্যেই চিনের বিদেশ মন্ত্রক সূত্র থেকে জানানো হয়েছে, তারা আশা করে ভারত অরুণাচলে নির্মাণ কার্যে সতর্ক এবং সংযত আচরণ করবে। চিনের বিদেশ মন্ত্রক সূত্র বলা হয়েছে অরুণচলে ভারত ও চিনের সীমানা অমীমাংসিত। সীমানা নিষ্পত্তিতে ভারতের শান্তিপূর্ণ ভাবে এগিয়ে আসা উচিত। এবং সেক্ষেত্রে সতর্ক ও সংযত আচরণ প্রত্যাশিত। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ভূপেন হাজারিকা সেতুর উদ্বোধন করেন। সেতুর ফলে অসম থেকে দ্রুত পৌছানো যাবে অরুণাচলে। সেতু দিয়ে সৈন্যবাহিনীর যোগযোগের রাস্তাও সুগম হয়েছে।

Updated By: May 30, 2017, 09:54 AM IST
অসম অরুণাচল সংযোগকারী ভূপেন হাজারিকা সেতু নিয়ে অসন্তোষ প্রকাশ চিনের

ওয়েব ডেস্ক: অসম অরুণাচল সংযোগকারী ভূপেন হাজারিকা সেতু নিয়ে অসন্তোষ প্রকাশ করল চিন। সেতু উদ্বোধনের দিন কয়েকের মধ্যেই চিনের বিদেশ মন্ত্রক সূত্র থেকে জানানো হয়েছে, তারা আশা করে ভারত অরুণাচলে নির্মাণ কার্যে সতর্ক এবং সংযত আচরণ করবে। চিনের বিদেশ মন্ত্রক সূত্র বলা হয়েছে অরুণচলে ভারত ও চিনের সীমানা অমীমাংসিত। সীমানা নিষ্পত্তিতে ভারতের শান্তিপূর্ণ ভাবে এগিয়ে আসা উচিত। এবং সেক্ষেত্রে সতর্ক ও সংযত আচরণ প্রত্যাশিত। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ভূপেন হাজারিকা সেতুর উদ্বোধন করেন। সেতুর ফলে অসম থেকে দ্রুত পৌছানো যাবে অরুণাচলে। সেতু দিয়ে সৈন্যবাহিনীর যোগযোগের রাস্তাও সুগম হয়েছে।

আজ উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ

ঘূর্ণিঝড় মোরার প্রভাব কতটা পড়বে রাজ্যে?

.