চিনের অর্থনীতি দামোদর শেঠ থেকে এবার মিনমিনে হওয়ার পথে, বাকিরা বলছে দ্যাখ কেমন লাগে!

চিনের অর্থনীতির দাপুটে দিন কি তবে শেষের পথে? চিন কি এবার অর্থনীতিতে মিনমিন করবে! সেরকম সম্ভাবনা কিন্তু একটা তৈরি হয়েছে।

Updated By: Oct 19, 2015, 06:45 PM IST
 চিনের অর্থনীতি দামোদর শেঠ থেকে এবার মিনমিনে হওয়ার পথে, বাকিরা বলছে দ্যাখ কেমন লাগে!

ওয়েব ডেস্ক: চিনের অর্থনীতির দাপুটে দিন কি তবে শেষের পথে? চিন কি এবার অর্থনীতিতে মিনমিন করবে! সেরকম সম্ভাবনা কিন্তু একটা তৈরি হয়েছে।

এ বছরের শেষ ত্রৈমাসিক রিপোর্টে দেখা যাচ্ছে, মাত্র ৬.৯ শতাংশ জিডিপি চিনের অর্থনীতির। ২০০৯ সালের পর থেকে এই প্রথম এত খারাপ অবস্থা। তাদের দেশের অর্থনীতি যে আকাশের সীমা ছুঁয়ে ফেলেছে, সেটা বুঝতে পারছিল চিন সরকারও। তাই জিডিপির টার্গেট রাখা হয়েছিল কম করে ৭ শতাংশ। কিন্তু ত্রৈমাসিক রিপোর্টে দেখা যাচ্ছে, নিজেদের লক্ষে পোঁছতে ব্যর্থ তারা।

সস্তায় জিনিস বানিয়ে তা বিশ্বের প্রায় সব দেশে রফতানি করে, নিজেদের অর্থনীতিকে প্রায় দামোদর শেঠ বানিয়ে ফেলেছিল চিন। বাকি দেশগুলোর চোখ টাটাচ্ছিলই। তাই অনেক দেশই সম্প্রতি চিনের কাছ থেকে পন্য আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর এর প্রভাব পাওয়া শুরু করল চিন।

বাকি দেশগুলো কিন্তু এবার এই ৬.৯ জিডিপি দেখে বলছে, ‘’এবার দ্যাখ কেমন লাগে’’!

.