Chinese Astronauts: বহুদিন পরে পৃথিবীতে ফিরে এলেন এই তিনজন! এতদিন কোথায় ছিলেন?

শনিবার নভোচারীরা উত্তর চিনে অবতরণ করেন। এর মধ্য দিয়ে মানুষ-সহ পাঠানো চিনের সবচেয়ে দীর্ঘ সময়ের স্পেস মিশনের শুভ পরিসমাপ্তি ঘটল।

Updated By: Apr 16, 2022, 12:35 PM IST
Chinese Astronauts: বহুদিন পরে পৃথিবীতে ফিরে এলেন এই তিনজন! এতদিন কোথায় ছিলেন?

নিজস্ব প্রতিবেদন: বহুদিন ছিলেন পৃথিবীর বাইরে। এতদিন পরে পৃথিবীতে ফিরলেন এই তিনজন! কারা এঁরা? এতদিন কোথায় ছিলেন?

এঁরা আর কেউ নন, তিন চিনা নভোচারী। মহাকাশে ১৮৩ দিন থাকার পর পৃথিবীতে ফিরেছেন। শনিবার তাঁরা উত্তর চিনে অবতরণ করেছেন। এর মধ্য দিয়ে মানুষ-সহ পাঠানো চিনের সবচেয়ে দীর্ঘ সময়ের স্পেস মিশনের পরিসমাপ্তি ঘটল।

মঙ্গলে একটি রোভারের সফল অবতরণ ও চাঁদে একটি অনুসন্ধানকারী রোবট পাঠানোর পর মহাকাশে শেনঝউ-১৩ নামের নভোযানে তিন নভোচারীকে পাঠিয়েছিল চিন। সকলেই জানে, যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে মহাকাশে অন্যতম ক্ষমতাধর শক্তি হয়ে উঠতে বেজিং চেষ্টা চালাচ্ছে। এটা তারই প্রকাশ।

শেনঝউ-১৩ নভোযানের তিন নভোচারীর মধ্যে দুজন পুরুষ, একজন নারী। তাঁরা হলেন ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু ও ওয়াং ইয়াপিং। চিনের তিয়ানগং মহাকাশ স্টেশনে তিয়ানে মডিউলে ছয় মাস থাকার পর আজ শনিবার সকাল ১০টার কিছু আগে ছোট একটি মহাকাশযানে তাঁরা পৃথিবীতে অবতরণ করেন। গত বছরের অক্টোবরে এ তিন নভোচারী চিনের উত্তর-পশ্চিমাঞ্চলে গোবি মরুভূমির এক উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে রওনা হয়েছিলেন। ওয়াং ও তাঁর সহকর্মী ঝাই ছ'ঘণ্টার প্রচেষ্টায় মহাকাশ স্টেশনের সরঞ্জাম স্থাপন করার পর গত নভেম্বরে প্রথম চিনা নারী হিসেবে ওয়াং ইয়াপিং মহাকাশে হাঁটেন। তিন নভোচারী মহাকাশে হেঁটে কিছু বৈজ্ঞানিক পরীক্ষাও চালান।

আগামী কয়েক মাসের মধ্যে 'শেনঝউ-১৪' নভোযানে মহাকাশে মানুষ নিয়ে আরও এক মিশনে নামার কথা রয়েছে চিনের।

আরও পড়ুন: জেলের ভিতরই 'ঘনিষ্ঠতা', গর্ভবতী ২ মহিলা বন্দি! চরমে উত্তেজনা

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.