বাড়িতে রাখা যাবে না কোরান, ধরা পড়লেই কড়া শাস্তি, নির্দেশ চিনা সরকারের

Updated By: Sep 29, 2017, 01:06 PM IST
বাড়িতে রাখা যাবে না কোরান, ধরা পড়লেই কড়া শাস্তি, নির্দেশ চিনা সরকারের

ওয়েব ডেস্ক: ফের নাগরিকদের ধর্মাচরণের স্বাধীনতায় হস্তক্ষেপ করল চিনা সরকার। এবার সেদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তের এশিয়া ম্যানর লাগোয়া শিনজিয়ান প্রদেশের বাসিন্দাদের কোরান ও অন্যান্য যাবতীয় ইসলামি দ্রব্য জমা দিতে নির্দেশ দিল প্রশাসন। তল্লাশিতে কারও বাড়িতে ইসলামি কোনও পণ্য পাওয়া গেলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে চিনা সরকার। 

চিনের দক্ষিণ-পশ্চিম প্রান্তের ওই এলাকায় কাজ়াখ, উইঘুর, কিরঘিজের মতো সংখ্যালঘু উপজাতির বাস। ইসলাম ধর্মাবলম্বী ওই জনজাতির প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কোরান-সহ অন্যান্য ধর্মীয় জিনিসপত্র। রেডিও ফ্রি এশিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে  চিনা প্রশাসনের তরফে ওই এলাকার বাসিন্দাদের স্পষ্ট জানানো হয়েছে, চাঁদ-তারা আঁকা সমস্ত পণ্য তাদের প্রশাসনের হাতে তুলে দিতে হবে। জমা দিতে হবে নমাজ পড়ার মাদুরও (জায়নমাজ)।  

তবে এবারই প্রথম নয়, এর আগেও চিনা সরকারের ফতোয়ার মুখে পড়তে হয়েছে শিনজিয়ান প্রদেশের বাসিন্দাদের। চলতি বছর এপ্রিলে এক নির্দেশিকা জারি করে চিনা সরকারের তরফে শিশুদের ইসলামি নাম রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। 

 

.