আমি কার! ঠিক করতে ভোট দিচ্ছে ক্রিমিয়া

ভবিষ্যত ঠিক করতে আজ ভোটের লাইনে ক্রিমিয়া। ইউক্রেন না রাশিয়া। ক্রিমিয়া উপদ্বীপ থাকবে কার দখলে। তা ঠিক করতেই আজ ক্রিমিয়ায় গণভোট। ভোটারের সংখ্যা পনেরো লক্ষ। যদিও, আমেরিকা সহ বিশ্বের অধিকাংশ দেশই এই গণভোটের বিরুদ্ধে। ক্রিমিয়ার গণভোটকে অনৈতিক আখ্যা দিয়ে শনিবার রাষ্ট্রসংঘে এক প্রস্তাব আনা হয়েছিল।

Updated By: Mar 16, 2014, 01:59 PM IST

ভবিষ্যত ঠিক করতে আজ ভোটের লাইনে ক্রিমিয়া। ইউক্রেন না রাশিয়া। ক্রিমিয়া উপদ্বীপ থাকবে কার দখলে। তা ঠিক করতেই আজ ক্রিমিয়ায় গণভোট। ভোটারের সংখ্যা পনেরো লক্ষ। যদিও, আমেরিকা সহ বিশ্বের অধিকাংশ দেশই এই গণভোটের বিরুদ্ধে। ক্রিমিয়ার গণভোটকে অনৈতিক আখ্যা দিয়ে শনিবার রাষ্ট্রসংঘে এক প্রস্তাব আনা হয়েছিল।

কিন্তু, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভেটো দেওয়ায় সেই প্রস্তাব পাশ করানো যায়নি। ইউক্রেনের অভিযোগ, সেনা মোতায়েন করে ইতিমধ্যেই ক্রিমিয়া দখল করে নিয়েছে রাশিয়া। কৃষ্ণসাগরের তীরবর্তী উপদ্বীপে সামরিক সক্রিয়তাও দেখা গেছে। যদিও, রাশিয়া সেই অভিযোগ অস্বীকার করেছে। ক্রিমিয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে যথেষ্টই কোণঠাসা রাশিয়া। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন শীতযুদ্ধের পরবর্তী সময়ে এমন রাজনৈতিক সঙ্কট পূর্ব ইউরোপে হয়নি।

.