কুমিরের পেট কেটে নিজের সন্তানসম্ভবা স্ত্রীকে উদ্ধারের চেষ্টা

পূর্ব উগান্ডার কায়োগা লেকের কাছে পড়েছিল জুতো, মোবাইল। মানবদেহের কিছু অংশবিশেষ। মুবালাক বাটামবুজ দাবি করেন মোবাইল, জুতো তাঁর স্ত্রীর। মুবালাকের বিশ্বাস কুমির খেয়ে ফেলেছে আট মাসের সন্তানসম্ভবা স্ত্রীকে।

Updated By: Jan 14, 2015, 02:13 PM IST
কুমিরের পেট কেটে নিজের সন্তানসম্ভবা স্ত্রীকে উদ্ধারের চেষ্টা
PIC: AP (File Pic)

ওয়েব ডেস্ক: পূর্ব উগান্ডার কায়োগা লেকের কাছে পড়েছিল জুতো, মোবাইল। মানবদেহের কিছু অংশবিশেষ। মুবালাক বাটামবুজ দাবি করেন মোবাইল, জুতো তাঁর স্ত্রীর। মুবালাকের বিশ্বাস কুমির খেয়ে ফেলেছে আট মাসের সন্তানসম্ভবা স্ত্রীকে।

পেশায় মুবালাক বাটামবুজ মত্সজীবী। তিনি কয়েকদিন ধরে লেকের আশপাশে নজর রাখেন কোন কুমির তাঁর স্ত্রীকে খেয়েছে। এর আগেও আরও ছয়জন কুমিরের পেটে সাবার হয়ে গেছে। অনেকে আহত হয়েছে। কুমিরের অত্যাচারে স্থানীয় বাসিন্দারাও বেশ ভীত।

কিন্তু মুবালাক হাল ছাড়েননি। খুঁজে বার করার চেষ্টা করেছেন সেই কুমিরকে। বর্শা দিয়ে সাড়ে সাত মিটার লম্বা কুমিরকে মেরে গ্রামের হিরো বণে যায় মুবালক।

উগান্ডা বণদফতর উদ্ধার করে প্রায় এক হাজার কেজি ওজনের সেই কুমিরকে। বণদফতরের কর্মী পিটার ওগওয়াঙ জানিয়েছেন, কুমিরের পেট থাকা পাওয়া গিয়েছে মানুষের হাড় ও কাপড় টুকরো। তবে পরীক্ষা করে দেখা হবে এই কুমিরই মুবালকের স্ত্রীকে মরেছে কিনা!

.