বিশ্ব বাজারে লাফিয়ে লাফিয়ে কমছে অপরিশোধিত তেলের দাম
Updated By: Jan 14, 2015, 02:04 PM IST
ওয়েব ডেস্ক: বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমেই চলেছে। দাম নেমে গেল ব্যারল প্রতি পঁয়তাল্লিস ডলারের নীচে। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ায় তেলের যোগান প্রচুর। এর সঙ্গে ইওরোপিয়ন ইউনিয়ন এবং চিনে আর্থিক মন্দা চলছে। ফলে চিন এবং ইওরোপিয়ন ইউনিয়ন অন্তর্ভূক্ত দেশগুলির মধ্যে তেলের চাহিদাও কম।
দাম কমায় তেল আমদানিতে খরচ অনেকটাই কমবে। চাঙ্গা হবে দেশের অর্থনীতিও। দেশের আর্থিক ঘাটতি কমবে। কমবে মুদ্রাস্ফীতির হারও। বাজেটের আগে মোদী-জেটলিদের আশার আলো দেখাচ্ছে। অপরিশোধিত তেলের দাম কমায় খুচরো বাজারে পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবি উঠতে শুরু করেছে।