রানির সামনে পিয়ানো বাজাতে চান ৯ বছরের কার্টিস এলটন
পিয়ানোয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ডিপ্লোমাধারী হওয়ার পর এবার নিজস্ব অ্যালবাম বের করতে চলেছে লন্ডনের স্কুলছাত্র কার্টিস এলটন। মাত্র নয় বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ পিয়ানো বাদকের স্বীকৃতি অর্জন করে ইতিমধ্যেই সে সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বের সঙ্গীত প্রেমিদের মধ্যে।
পিয়ানোয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ডিপ্লোমাধারী হওয়ার পর এবার নিজস্ব অ্যালবাম বের করতে চলেছে লন্ডনের স্কুলছাত্র কার্টিস এলটন। মাত্র নয় বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ পিয়ানো বাদকের স্বীকৃতি অর্জন করে ইতিমধ্যেই সে সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বের সঙ্গীত প্রেমিদের মধ্যে।
চপিন পিস, বা অফ বাই হার্ট। পিয়ানোর কঠিনতম সুরগুলি নিয়ন্ত্রণে আনতে বছরের পর বছর সাধনা করেছেন বিশ্বের তাবড় সঙ্গীত শিল্পী। নবছরের কার্টিস এলটনের কাছে সেসব জলভাত। মাত্র তিন বছর বয়সে পিয়ানোয় হাতেখড়ি এলটনের। মাত্র তিন সপ্তাহের মধ্যে সে রপ্ত করে ফেলে অফ বাই হার্ট। এরপর শুধুই সাফল্য। ৯ বছর বয়সেই এলটনের ঝুলিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ডিপ্লোমা। আগামী নভেম্বরে বাজারে আসছে তার নিজস্ব অ্যালবাম ডে ড্রিমস। সেই অ্যালবামে মোত্সার্ট ও ব্যাকের সুরে বাজিয়েছে কার্টিস।
তবে এই সাফল্যে সন্তুষ্ট নয় কার্টিস। তার লক্ষ্য রয়্যাল অ্যলবার্ট হলে রানির সামনে পিয়ানো বাজানো।