রক্ষীবিহীন লেবেল ক্রসিংয়ে বরাতজোরে বাঁচলেন সাইকেল আরোহী, দেখুন হাড়হিম করা ভিডিও
ভিডিওটি অবশ্য মাস তিনেক আগের। প্রকাশ্যে এসেছে গত সপ্তাহে
নিজস্ব প্রতিবেদন: রক্ষীবিহীন থাকলে লেবেল ক্রসিংয়ে কী ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তা ভারতীয় রেল খুব ভালো করেই জানে। দেশজুড়ে অধিকাংশ লেবেল ক্রসিংয়ে রক্ষী দেওয়ার পরিকল্পনা করেছে রেল। তবে নেদারল্যান্স রেল এনিয়ে সচেতনতা বাড়াতে একটি ভিডিও প্রকাশ করেছে।
আরও পড়ুন-শান্তিপুর বিষমদকাণ্ডে পুলিসের জালে কিংপিন গণেশ হালদার
এক সপ্তাহ আগে পোস্ট করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার তুমুল আলোড়ন তুলেছে। ভিডিওটি অবশ্য মাস তিনেক আগে গেলিনের ঘটনা। প্রকাশ্যে এসেছে গত সপ্তাহে। এটি পোস্ট করেছে প্রো রেল।
কী রয়েছে ভিডিওটিতে! ইউটিউবে পোস্ট করা ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি রক্ষীবিহীন লেবেল ক্রসিং পার করছেন এক সাইকেল আরোহী। লাইন পার করতে গিয়ে একটু অপেক্ষা করলেন ওই ব্যক্তি। সামনে দিয়ে পেরিয়ে গেল একটি মালগাড়ি। এবার তিনি সাইকেলের প্যাডেলে চাপ দিলেন।
আরও পড়ুন-তারা খসল বাংলা নাট্যজগতে, চলে গেলেন বিপ্লবকেতন চক্রবর্তী
ক্রসিংয়ের খান দুয়েক লাইন পার করেছেন, এমনসময় দেখলেন উল্টো দিক থেকে দুরন্ত গতিতে দৌড়ে আসছে অন্য একটি ট্রেন। আগের মালগাড়িটি আড়াল থাকায় তিনি পরের ট্রেনটিকে দেখতে পাননি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে কোনওক্রমে বাঁচলেন ওই যাত্রী। গতি বাড়িয়ে কোনওক্রমে পেরিয়ে গেলেন লাইন। একচুলের জন্য সাইকেল টিকে ছুঁতে পারল না ট্রেনটি।