Dalai Lama: ভারত-চিনের মধ্যে 'তুলনা' টেনে নিজের অবস্থান স্পষ্ট করলেন দলাই লামা

লাই লামাকে 'বিপজ্জনক বিভেদকারী' বলে চিহ্নিত করেছে বেজিং।

Updated By: Nov 10, 2021, 02:03 PM IST
Dalai Lama: ভারত-চিনের মধ্যে 'তুলনা' টেনে নিজের অবস্থান স্পষ্ট করলেন দলাই লামা
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : "সংস্কৃতির বৈচিত্র্য বোঝে না চিন। তাই ভারতেই থাকতে চাই।" সোজা কথায় স্পষ্ট জানালেন দলাই লামা। একইসঙ্গে তাঁর পরিষ্কার বার্তা, এর মানে এই নয় যে 'চিনা ভাই-বোন'দের প্রতি তাঁর কোনও বিদ্বেষ আছে। বরং একজন মানুষ হিসেবে তিনি কমিউনিস্ট ও মার্কসবাদীদের চিন্তাভাবনা, ভাবধারাকে ভীষণভাবেই সমর্থন করেন। 

জাপানের টোকিও থেকে সম্প্রচারিত একটি অনলাইন সাংবাদিক বৈঠকে অংশগ্রহণ করেন ৮৬ বছরের ধর্মগুরু। সেখানেই নিজের অবস্থান স্পষ্ট করে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেন। প্রসঙ্গত, দলাই লামাকে 'বিপজ্জনক বিভেদকারী' বলে চিহ্নিত করেছে বেজিং। ১৯৫০ সালে তিব্বত অধিগ্রহণ করে চিন। তারপর ১৯৫৯ সালে ভারতে পালিয়ে আসেন দলাই লামা। তারপর থেকে ভারতেই রয়েছেন তিনি। 

আরও পড়ুন, Shocking Visual: রাস্তায় বাইক আরোহীদের উড়িয়ে দিল দ্রুতগতির বিলাসবহুল গাড়ি! হতাহত ৯

ভারত থেকে অনলাইন সাংবাদিক বৈঠকে অংশ নিয়ে দলাই লামা বেজিংয়ের কট্টোর কমিউনিস্ট নেতাদের কঠোর সমালোচনা করেন। চিনা জনজীবনে কমিউনিস্ট নেতাদের অত্যধিক নিয়ন্ত্রণ নিয়েও সরব হন। প্রসঙ্গত, সাংবাদিক বৈঠকে দলাই লামাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে বেজিংয়ের শীতকালীন অলিম্পিক বয়কট করা হবে কিনা? যার জবাবেই চিনা নেতৃত্বের সম্পর্কে মুখ খোলেন দলাই লামা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.