রক্ষণশীলদের দখলেই ব্রিটেন, দ্বিতীয়বার ক্যামেরনের প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত

আরও একবার রক্ষণশীলদের দখলে গেল ব্রিটেন। দ্বিতীয়বারের জন্য সে দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন ডেভিড ক্যামেরন। ৬৫০ আসনের ব্রিটিশ পার্লামেন্টে ম্যাজিক ফিগারে পৌছে গেল ক্যামেরনের কনজারভেটিভ পার্টি। এপর্যন্ত ৩২৭টি আসন পেয়েছে তারা। সেখানে ২৩২টি আসন পেয়ে অনেকটাই পিছনে লেবার পার্টি। ছাপ্পান্নটি আসন পেয়েছে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি। ইতিমধ্যেই নির্বাচনে ভরাডুবির দায় নিয়ে লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন এড মিলিব্যান্ড।    

Updated By: May 8, 2015, 06:24 PM IST
রক্ষণশীলদের দখলেই ব্রিটেন, দ্বিতীয়বার ক্যামেরনের প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত

ওয়েব ডেস্ক: আরও একবার রক্ষণশীলদের দখলে গেল ব্রিটেন। দ্বিতীয়বারের জন্য সে দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন ডেভিড ক্যামেরন। ৬৫০ আসনের ব্রিটিশ পার্লামেন্টে ম্যাজিক ফিগারে পৌছে গেল ক্যামেরনের কনজারভেটিভ পার্টি। এপর্যন্ত ৩২৭টি আসন পেয়েছে তারা। সেখানে ২৩২টি আসন পেয়ে অনেকটাই পিছনে লেবার পার্টি। ছাপ্পান্নটি আসন পেয়েছে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি। ইতিমধ্যেই নির্বাচনে ভরাডুবির দায় নিয়ে লেবার পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন এড মিলিব্যান্ড।    

এবারের হাই ভোল্টেজ নির্বাচনে প্রশ্ন ছিল এবারও কি ডেভিড ক্যামেরন নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে, নাকি পাশা উল্টে বাজি মারবে লেবার পার্টির এড মিলিব্যান্ড!

তবে জনমত সমীক্ষার আভাস ছিল লড়াই এবার হাড্ডাহাড্ডি। তবে গণনা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বোঝাগেল ব্রিটিশদের মন এখনও রক্ষণশীলতাতেই মজে আছে।

বিতর্কসভায় যথারীতি মুখোমুখি হয়েছিলেন প্রার্থীরা।

কিন্তু কেউই তেমন সাড়া পাননি। নির্বাচিত হলে ইউরোপীয় ইউনিয়নের আওতায় ব্রিটেনের থাকা নিয়ে জনমত যাচাই করতে গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দেন ক্যামেরন। অন্যদিকে মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন আদায়ে সচেষ্ট ছিলেন মিলিব্যান্ড। ব্রিটেনের আওতা থেকে বেরিয়ে আসা নিয়ে গণভোটে হারলেও এবারের নির্বাচনে  তৃতীয় স্থানে উঠে এল স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি।

ইতিমধ্যেই ক্যামেরনকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভারতীয় কাউন্টারপার্ট নরেন্দ্র মোদী।

.