মোজাম্বিকের বিচে মিলল হারিয়ে যাওয়া MH370-র টুকরো

৮ মার্চ, ২০১৪। কুয়ালালামপুর থেকে বেজিংয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল MH370। তারপর মাঝপথেই হুসসস...। গায়েব হয়ে যায় মালেশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট ১৭। এরপর থেকে দু'বছর ঘনীভূত হয়ে চলেছে বিমান রহস্য। কিন্তু কিছু ধবংসাবশেষ মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠা ছাড়া এ রহস্যের কোনও কিনারা পাওয়া যায়নি।

Updated By: Mar 24, 2016, 02:45 PM IST
মোজাম্বিকের বিচে মিলল হারিয়ে যাওয়া MH370-র টুকরো

ওয়েব ডেস্ক: ৮ মার্চ, ২০১৪। কুয়ালালামপুর থেকে বেজিংয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল MH370। তারপর মাঝপথেই হুসসস...। গায়েব হয়ে যায় মালেশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট ১৭। এরপর থেকে দু'বছর ঘনীভূত হয়ে চলেছে বিমান রহস্য। কিন্তু কিছু ধবংসাবশেষ মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠা ছাড়া এ রহস্যের কোনও কিনারা পাওয়া যায়নি। রহস্যের এই ছাই চাপা আগুন ফের জেগে উঠল মোজাম্বিকের সমুদ্র তটে।

ডিসেম্বরে মোজাম্বিকের সি বিচে ছুটি কাটাতে গিয়েছিলেন ১৮ বছরের লায়াম লোটার। হঠাৎই সমুদ্রে খুঁজে পেয়েছিলেন কোনও কিছুর ধবংসাবশেষ। কৌতুহল বশতই টুকরোটা বাড়িতে নিয়ে গিয়ে ছিলেন। ৩ মাস পর ফের মোজাম্বিকে এসে সোমবার আবার এক ধবংসাবশেষ খুঁজে পান মিস্টার গিবসন। সেই টুকরো দেখে বাড়িতে রাখা ধবংসাবশেষের মিল খুঁজে পান লোটার। এরপর লোটারের টুকরো পরীক্ষা করে অস্ট্রেলিয়ান সরকার জানায়, ওই টুকরোর সঙ্গে মিল রয়েছে MH370-র। হতে পারে লোটার এবং গিবসনের খঁজে পাওয়া দুটি টুকরোই হারিয়ে যাওয়া মালয়েশিয়ান বিমানের।

.