ইম্ফলে ভূমিকম্পে ব্যাপক প্রভাব বাংলাদেশে, মৃত্যুর পাশাপাশি আহত শতাধিক

ইম্ফলে ভূমিকম্পের প্রভাব পড়ল প্রতিবেশি বাংলাদেশেও। স্থানীয় সময় ভোর সাড়ে চারটেয় বাংলাদেশ জুড়ে কম্পন অনুভূত হয়। ঢাকায় পূর্ব অঞ্চলে আতঙ্কে মারা গেছেন সইফুল হাসান রুবেল নামে এক যুবক। রাজশাহীতে বাড়ি থেকে বেরোনোর সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বিশ্ববিদ্যালয় কর্মী খালিলুর রহমানের। লালমণিরহাটে আতঙ্কে মারা গেছেন পাটগ্রাম কাড়ু মিঞা নামে এক ব্যক্তি। আশুলিয়ায় গ্যাস পাইপলাইন ফেটে আগুন লাগলেও, ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি। ভূমিকম্প সংক্রান্ত ঘটনায় দেশজুড়ে আহত হয়েছেন একশোরও বেশি মানুষ। ঢাকা শহরে পুরনো বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে।

Updated By: Jan 4, 2016, 06:53 PM IST
ইম্ফলে ভূমিকম্পে ব্যাপক প্রভাব বাংলাদেশে, মৃত্যুর পাশাপাশি আহত শতাধিক
ভূমিকম্পের ধ্বংসলীলার ইম্ফলের ছবি। (টুইটার)

ওয়েব ডেস্ক: ইম্ফলে ভূমিকম্পের প্রভাব পড়ল প্রতিবেশি বাংলাদেশেও। স্থানীয় সময় ভোর সাড়ে চারটেয় বাংলাদেশ জুড়ে কম্পন অনুভূত হয়। ঢাকায় পূর্ব অঞ্চলে আতঙ্কে মারা গেছেন সইফুল হাসান রুবেল নামে এক যুবক। রাজশাহীতে বাড়ি থেকে বেরোনোর সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বিশ্ববিদ্যালয় কর্মী খালিলুর রহমানের। লালমণিরহাটে আতঙ্কে মারা গেছেন পাটগ্রাম কাড়ু মিঞা নামে এক ব্যক্তি। আশুলিয়ায় গ্যাস পাইপলাইন ফেটে আগুন লাগলেও, ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি। ভূমিকম্প সংক্রান্ত ঘটনায় দেশজুড়ে আহত হয়েছেন একশোরও বেশি মানুষ। ঢাকা শহরে পুরনো বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে।

এদিকে, আজ ভোরে, রাজ্যবাসীর ঘুম ভাঙল ভূমিকম্পে। উত্তর থেকে দক্ষিণ, কাঁপল গোটা রাজ্য। তীব্র আতঙ্কে, হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে দু জনের। বহু জায়গায় ফাটল ধরেছে বাড়িতে। ফাটল দেখা দিয়েছে, বাঁকুড়ার শতাব্দীপ্রাচীন ষাঁড়েশ্বর মন্দিরেও।   

.