ফের ভূমিকম্প আফগানিস্তানে - পাকিস্তানে, কম্পন টের দিল্লিতেও

ফের ভূমিকম্প আফগানিস্তান - পাকিস্তানে, কম্পন টের দিল্লিতেও। আবার ভূমিকম্প রবিবার মাঝ রাতে। এবারে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৯ ।

Updated By: Nov 23, 2015, 05:02 PM IST
ফের ভূমিকম্প আফগানিস্তানে - পাকিস্তানে, কম্পন টের দিল্লিতেও

ওয়েব ডেস্ক: ফের ভূমিকম্প আফগানিস্তান, পাকিস্তানে, কম্পন টের দিল্লিতেও। আবার ভূমিকম্প রবিবার মাঝ রাতে। এবারে কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৯ । ঘটনাস্থল আফগানিস্তানের উত্তরে। কাবুল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠের ৯২.৪ কিমি নিচে ভূমিকম্পের উত্‍সস্থল। এই কম্পন টের পাওয়া যায় গোটা আফগানিস্থান সহ, পাকিস্তান এবং উত্তর ভারতেও। স্থানীয় সময় রাত ২.১৬-তে কেঁপে ওঠে আফগানিস্তান।

গত অক্টোবরেই বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠেছিল পাকিস্তান এবং আফগানিস্থান। সেবার কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। ওই দুর্ঘটনায় সেবার ৪০০-রও বেশি মানুষ নিহত হন। আহতের সংখ্যা ছিল হাজারেরও বেশি। যদিও রবিবার রাতের ভূমিকম্পে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু অক্টোবরেই যেহেতু বড়সড় ভূমিকম্প দেখেছিল আফগানিস্তান তাই মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে।

.