ফের ভূ-কম্পনে কেঁপে উঠল চিলি, স্থানীয়ভাবে জারি করা হল সুনামি সতর্কতা

ফের কাঁপলো চিলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৮। গতকালই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে চিলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল আট দশমিক দুই। এরপর থেকেই বেশ কয়েকবার ভূ কম্পন অনুভূত হয়। তবে স্থানীয় সময় বুধবার রাতে জোরাল কম্পন অনুভূত হয়েছে। কম্পনের কেন্দ্রস্থল ইকুইক বন্দর থেকে নয় কিলোমিটার দক্ষিণে। স্থানীয়ভাবে সুনামির সতর্কতা রয়েছে। উপকূলবর্তী এলাকা ফাঁকা করে দেওয়া হচ্ছে। এদিকে গতকালের ভূমিকম্পের জেরে বৃহস্পতিবার সকালে ৪০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে জাপানে। সঙ্গে সঙ্গেই সুনামি সতর্কতা জারি হয়েছে হোককাইডু এবং রোহোকু অঞ্চলে।

Updated By: Apr 3, 2014, 03:23 PM IST

ফের কাঁপলো চিলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৮। গতকালই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে চিলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল আট দশমিক দুই। এরপর থেকেই বেশ কয়েকবার ভূ কম্পন অনুভূত হয়। তবে স্থানীয় সময় বুধবার রাতে জোরাল কম্পন অনুভূত হয়েছে। কম্পনের কেন্দ্রস্থল ইকুইক বন্দর থেকে নয় কিলোমিটার দক্ষিণে। স্থানীয়ভাবে সুনামির সতর্কতা রয়েছে। উপকূলবর্তী এলাকা ফাঁকা করে দেওয়া হচ্ছে। এদিকে গতকালের ভূমিকম্পের জেরে বৃহস্পতিবার সকালে ৪০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে জাপানে। সঙ্গে সঙ্গেই সুনামি সতর্কতা জারি হয়েছে হোককাইডু এবং রোহোকু অঞ্চলে।

গতকাল চিলির ভয়াবহ ভূমিকম্পে দক্ষিণ আমেরিকার তিনটি দেশের উপকূল অঞ্চলে জারি হল সুনামি সতর্কতা। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৮.২।

ভয়াবহ এই ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হয় দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে। সুনামি সতর্কতা জারি হওয়ার পর উপকূল অঞ্চল থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। ভূমিকম্পের পরেও এক ঘণ্টার মধ্যে আরও ১০ বার `আফটার শকে` কেঁপে ওঠে। সেইসব আফটার শকের মাত্রা থিল ৬.২। ভূমিকম্পন এতটাই ভয়াবহ ছিল যে বলিভিয়ার রাজধানীতেও ৪.৫ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল আরিকা শহরে সমুদ্রগর্ভ থেকে ১২.৫ মাইল নিচে। চিলি-ইকুয়েড় সীমান্তে ১০০ কিমি উত্তর-পশ্চিমাঞ্চলে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পরেই আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসেন ।

.