মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড মিলিটারি বেসে বন্দুকবাজের হামলায় নিহত হামলাকারী সহ ৪, আহত ১৬ জন
স্থানীয় সময়, বুধবার বন্দুকবাজের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড মিলিটারি বেসে হামলাকারী সহ প্রাণ হারালেন ৪ জন। গুরুতর আহত হয়েছেন ১৬ জন। প্রসঙ্গত, এই একই জায়গায় ২০০৯ সালে বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। আহত হয়েছিলেন ৩০ ব্যক্তি।
স্থানীয় সময়, বুধবার বন্দুকবাজের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড মিলিটারি বেসে হামলাকারী সহ প্রাণ হারালেন ৪ জন। গুরুতর আহত হয়েছেন ১৬ জন। প্রসঙ্গত, এই একই জায়গায় ২০০৯ সালে বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। আহত হয়েছিলেন ৩০ ব্যক্তি।
এক মার্কিন পুলিস জানিয়েছেন নিজের গুলিতে প্রাণ হারিয়েছে বন্দুকবাজ নিজেই। ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে।
ফোর্ট হুডের মেডিক্যাল বেসের কাছে এই হামলা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর নাম সম্ভবত ইভান লোপেজ। তবে বন্দুকবাজের সম্পর্কে আর কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
আহতদের ডার্নেল আর্মি কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে চার জনের বুকে, পেটে আর নাকে গুলি লেগেছে। তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।