তিন আল জাজিরা সাংবাদিকের তিন বছরের কারাদণ্ডের নির্দেশ মিশরের আদালতের
আল জাজিরা টিভির তিন সাংবাদিককে তিন বছরের জন্য কারাদণ্ডের সাজা শোনাল মিশরের একটি আদালত। লাইসেন্স ছাড়াই মিশরের পক্ষে অবমাননাকর সংবাদ প্রচার করার জন্য শনিবার তাদের সাজা ঘোষণা করা হল। এই মামলা নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্কে সরগরম গোটা বিশ্ব।
ওয়েব ডেস্ক: আল জাজিরা টিভির তিন সাংবাদিককে তিন বছরের জন্য কারাদণ্ডের সাজা শোনাল মিশরের একটি আদালত। লাইসেন্স ছাড়াই মিশরের পক্ষে অবমাননাকর সংবাদ প্রচার করার জন্য শনিবার তাদের সাজা ঘোষণা করা হল। এই মামলা নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্কে সরগরম গোটা বিশ্ব।
ওই তিন সাংবাদিকের একজন অস্ট্রেলিয়ান পিটার গ্রেস্টকে ফেব্রুয়ারি মাসেই দ্বীপান্তরিত করা হয়। অন্যজন বাহের মহম্মদ মিশরীয়। আর একজন ক্যানাডিয়ান মহম্মদ ফাহমি আগেই মিশরের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
এই তিনজনের সাজা ঘোষণা আসলে বাকস্বাধীনতার কণ্ঠরোধ করার অপচেষ্টা। মত মানবাধিকার কর্মীদের। তাঁদের মতে মুসলিম ব্রাদারহুডের নেতা প্রেসিডেন্ট মহম্মদ মুরসিকে সেনা গদিচ্যুত করার পর থেকেই বারবার সে দেশে বাকস্বাধীনতা অবরুদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে মিশরে। ২০১৩ সালে গণবিক্ষোভের জেরে মিশরে খতম হয় মুরসি জমানা।