ছেলেকে খুঁজতে আইএসআই সাহায্য চাইলেন গিলানি

আলি হায়দরের অপহরণ কাণ্ডে এখনও পর্যন্ত কোনও অগ্রগতি করতে পারেনি পুলিস। এমতাবস্থায় ছেলের হদিশ পেতে আইএসআই এর সাহায্যের কথাই ভাবছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইয়ুসুফ রাজা গিলানি। দিন কয়েক আগে মুলতানে প্রচার সভা থেকে ইউসুফকে অপহণ করে সশস্ত্র জঙ্গিরা।

Updated By: May 11, 2013, 01:33 PM IST

আলি হায়দরের অপহরণ কাণ্ডে এখনও পর্যন্ত কোনও অগ্রগতি করতে পারেনি পুলিস। এমতাবস্থায় ছেলের হদিশ পেতে আইএসআই এর সাহায্যের কথাই ভাবছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইয়ুসুফ রাজা গিলানি। দিন কয়েক আগে মুলতানে প্রচার সভা থেকে ইউসুফকে অপহণ করে সশস্ত্র জঙ্গিরা।
গিলানি সাংবাদিকদের জানিয়েছেন, "আমরা এখনও অপহরণকারীদের কাছ থেকে কোনও ফোন পাইনি। ছেলের খোঁজে আমি আইআসআইকে অনুরোধ করেছি পুলিসকে সাহায্য করার জন্য।"
গত শনিবার মুলতানের ফারুখ শহরে পাকিস্তান পিউপিলস পার্টির জনসভা থেকে গিলানি পুত্রকে অপহরণ করে ছয় থেকে সাত জনের একটি দুষ্কৃতীদল। সমাবেশ স্থলে গুলি চালিয়ে ঢুকে পড়ে অপহরণকারীরা। আলি হায়দরের সেক্রেটারি মহিয়ুদ্দিনকে খুন করা হয়। আহত হন আরও পাঁচজন। ১১ তারিখের নির্বাচনী প্রচার চলাকালীন এই ঘটনা ঘটে বলে জানিয়েছিল পুলিস।

.