অভিনেত্রীকে জড়িয়ে ধরার জন্য ফের ক্ষমা চাইলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি

Updated By: Oct 26, 2017, 03:28 PM IST
অভিনেত্রীকে জড়িয়ে ধরার জন্য ফের ক্ষমা চাইলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদন : প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ সিনিয়রের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন মার্কিন অভিনেত্রী হিথার লিন্ড। ইনস্টাগ্রামে একটি পোস্টে অভিনেত্রীর অভিযোগ, একবার ফটো তোলার সময় হুইলচেয়ারে বসে তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরেছিলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ এইচ ডব্লিউ বুশ। সেই ঘটনার জন্য দ্বিতীয়বার ক্ষমা চাইলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি।

বুশের মুখপাত্র বলেছেন, কোনও অবস্থাতেই অভিনেত্রীকে ইচ্ছা করে বিড়ম্বনায় ফেলার মতলব ছিল না প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির। তা সত্ত্বেও তাঁর ব্যবহারে অপ্রস্তুতে পড়ার জন্য বুশ দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। একইসঙ্গে মুখপাত্রের বক্তব্য, গোটা বিষয়টিই মজার ছলে ঘটেছিল।

প্রসঙ্গত হলিউড প্রোযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় শুরু হয়। #MeToo লিখে একে একে মুখ খোলেন অনেক অভিনেত্রী। মুখ খোলেন বছর ৩৪-এর অভিনেত্রী হিথার লিন্ডও। ইনস্টাগ্রামে লিন্ড একটি পোস্টে লেখেন, চার বছর আগে একটি টেলিভিশন অনুষ্ঠানে ফটোসেশনের সময় হুইলচেয়ারে বসা অবস্থায় তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরেছিলেন জর্জ এইচ ডব্লিউ বুশ। এমনকি, মার্কিন রাষ্ট্রপতি তাঁর আদিরসযুক্ত রসিকতাও করেন বলেও অভিযোগ করেন লিন্ড। তাঁর আরও অভিযোগ, গোটা ঘটনাটি ঘটেছিল বুশের স্ত্রীর বারবারা বুশের সামনেই।

এরপরই প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির তরফে একটি বিবৃতি জারি করে মুখপাত্র বলেন, বুশের এখন বয়স ৯৩। পাঁচ বছর আগে থেকেই তিনি হুইলচেয়ারে। তাই ছবি তুলতে গেলে স্বাভাবিকভাবেই কোনও ব্যক্তির কোমরের নিম্নাংশই ধরতে হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে। অস্বস্তি এড়িয়ে বিষয়টিকে লঘু করতে তাই সবার সঙ্গে বিষয়টি নিয়ে রসিকতা করে থাকেন প্রাক্তন রাষ্ট্রপতি।

আরও পড়ুন, পানামা কেলেঙ্কারিতে গ্রেফতারি পরোয়ানা জারি হল নওয়াজ শরিফের বিরুদ্ধে

.