মানুষকে খুন করে তাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছে আইসিস জঙ্গিরা

প্রথমে বন্দি বানাও। তারপর তার কাছ থেকে তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আদায় করে তাকে মেরে ফেলো। এরপর সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে চালাও প্রচার।  এক মহিলা সাংবাদিককে হত্যার পর আইসিস জঙ্গিরা তার ফেসবুক ব্যবহার করে।

Updated By: Jan 6, 2016, 06:31 PM IST
মানুষকে খুন করে তাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছে আইসিস জঙ্গিরা

ওয়েব ডেস্ক: প্রথমে বন্দি বানাও। তারপর তার কাছ থেকে তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আদায় করে তাকে মেরে ফেলো। এরপর সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে চালাও প্রচার।  এক মহিলা সাংবাদিককে হত্যার পর আইসিস জঙ্গিরা তার ফেসবুক ব্যবহার করে। প্রথমে রুকিয়া হাসান মহম্মদ নামের ৩০ বছরের ওই মহিলা সাংবাদকিকে অপহরণ করে এক মাস আটকে রাখে। তারপর তার ফেসবুক ব্যবহার করে রুকিয়ার পরিচিত মানুষ, বন্ধু বান্ধবদের আইসিসে যোগদানের জন্য প্রস্তাব দেয়। খবরে প্রকাশিত হয়েছিল এই রকুয়াই ছিলেন প্রথম মহিলা সাংবাদিক যিনি সিরিয়ায় আইসিস-দের হাতে খুন হন। শুধু রুকিয়া নন, আরও অনেকের ক্ষেত্রেই এই স্ট্রাটেজি নিচ্ছে আইসিস। এমনটাই মনে করছেন বিশ্বের গোয়েন্দারা। এতে সুবিধা হল সহজেই অনেকের কাছে পৌঁছে যাওয়া, সঙ্গে আইপি ট্র্যাক করে যেন কিছুতেই ধরা না পড়া যায়।

Tags:
.