ফেসবুকের নয়া অবতার `গ্রাফ সার্চ`

সোশ্যাল মিডিয়াকে নয়া মোড় দিয়েছিলেন তিনি। তাঁর সৃষ্টি ফেসবুকের বিলিয়নোর্ধ্ব সন্ধিৎসু বাসিন্দার খোঁজের খিদেকে প্রশমিত করতে ক্ষুরধার সার্চ ইঞ্জিন উদ্বোধন করলেন মার্ক জুকারবার্গ। গত বছর মে`তে ফেসবুককের শেয়ার ছাড়ার পর এই প্রথম এত বড় কোনও প্রকল্প সামনে আনা হল।

Updated By: Jan 16, 2013, 04:20 PM IST

সোশ্যাল মিডিয়াকে নয়া মোড় দিয়েছিলেন তিনি। তাঁর সৃষ্টি ফেসবুকের বিলিয়নোর্ধ্ব সন্ধিৎসু বাসিন্দার খোঁজের খিদেকে প্রশমিত করতে ক্ষুরধার সার্চ ইঞ্জিন উদ্বোধন করলেন মার্ক জুকারবার্গ। গত বছর মে`তে ফেসবুককের শেয়ার ছাড়ার পর এই প্রথম এত বড় কোনও প্রকল্প সামনে আনা হল।
মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের সদর দফতরে উন্মোচিত হল `গ্রাফ সার্চ`। কোন রেস্তোরাঁয় যাবেন? কোন সিনেমা দেখবেন? বন্ধুকুলের পছন্দের তালিকা অনুযায়ী গ্রাফ সার্চ আপনাকে খুঁজে দেবে সামাজিকতার সমস্ত `হ্যাপেনিং হট স্পট`।
কীভাবে? ধরা যাক আপনি জানতে যান সদ্য মুক্তি প্রাপ্ত ছবি `মতরু কি বিজলী কা মন্ডোলা` বাজার মাত করল কি? গ্রাফ সার্চ আপনাকে জানিয়ে দেবে কলকাতায় আপনার কতজন বন্ধু ছবিটি দেখেছেন। তার মধ্যে কত জনের ভাল লেগেছে তারও একটা সম্যক ধারণা দেবে এই সার্চ ইঞ্জিন।
তবে জুকারবার্গ স্পষ্টই জানিয়েছেন এই সার্চ ইঞ্জিনে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করা হবে সম্পূর্ণভাবে। যাঁরা চান কেবলমাত্র তাঁদের তথ্যই প্রকাশ্যে আসবে।
বাজারে শেয়ার ছাড়ার পরেই ৫০ শতাংশ পড়ে যায় ফেসবুক শেয়ারের বাজার দর। এখনও দাম ২০ শতাংশ নিচে।

.