ফেসবুকে বর্ষসেরা আলোচনার বিষয় ফুটবল বিশ্বকাপ

২০১৪ সালে ফেসবুকে আলোচিত, চর্চিত বিষয়ের তালিকা প্রকাশিত হল। ফেসবুক প্রকাশিত বর্ষসেরা 'টপিক'-এর তালিকায় সবার প্রথমে আছে ফুটবল বিশ্বকাপ। সেরা দশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইবোলা, ব্রাজিলের ভোট। সেরা দশের তালিকায়আইস বাকেট চ্যালেঞ্জ, সোচি শীতলাকীল অলিম্পিক সঙ্গে  জায়গা পেয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সও।

Updated By: Dec 9, 2014, 10:49 PM IST
ফেসবুকে বর্ষসেরা আলোচনার বিষয় ফুটবল বিশ্বকাপ

ওয়েব ডেস্ক: ২০১৪ সালে ফেসবুকে আলোচিত, চর্চিত বিষয়ের তালিকা প্রকাশিত হল। ফেসবুক প্রকাশিত বর্ষসেরা 'টপিক'-এর তালিকায় সবার প্রথমে আছে ফুটবল বিশ্বকাপ। সেরা দশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইবোলা, ব্রাজিলের ভোট। সেরা দশের তালিকায়আইস বাকেট চ্যালেঞ্জ, সোচি শীতলাকীল অলিম্পিক সঙ্গে  জায়গা পেয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সও।

চলতি বছর বিশ্বকাপ ফুটবল চলাকালীন গোটা বিশ্বের ১.৩ বিলিয়ন (১.৫ লক্ষ কোটি) মানুষ ফেসবুকে এই বিষয়ে আলোচনা করেছেন। ফেসবুক প্রকাশিত তথ্য অনুযায়ী মোট ২০০ টি দেশ থেকে ফেসবুকে বিশ্বকাপ একেবারে হট টপিক হয়ে দাঁডি়য়েছিল।

গোটা বিশ্বে ফেসবুকে সেরা দশ বর্ষসেরা টপিক বা আলোচ্য বিষয়-
১) ফুটবল বিশ্বকাপ
২) ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়া
৩) ব্রাজিলের নির্বাচন
৪) রবিন উইলিয়ামস
৫) আইস বাকেট চ্যালেঞ্জ
৬) গাজা সংঘর্ষ
৭) মালয়েশিয়া এয়ারলাইন্স
৮)সুপার বোল
৯) মাইকেল ব্রাউন/ফার্গুসন হত্যাকাণ্ড
১০)সোচি শীতকালীন অলিম্পিক

 

.