চিনের এই তথ্যগুলো জানলে, ওদের প্রতিবেশী মনে হবে না

চিন আমাদের প্রতিবেশী দেশ। কিন্তু চিনের সঙ্গে আমাদের কোনও মিলই নেই। ওদের এমন কিছু জিনিস জানলে, আর মিল তো দূর, আরও খারাপ লাগবে। তাই জেনে নিন চিন সম্পর্কে এমন কিছু তথ্য যেগুলো আপনি জানেন না।

Updated By: Feb 20, 2016, 11:26 AM IST
চিনের এই তথ্যগুলো জানলে, ওদের প্রতিবেশী মনে হবে না

ওয়েব ডেস্ক: চিন আমাদের প্রতিবেশী দেশ। কিন্তু চিনের সঙ্গে আমাদের কোনও মিলই নেই। ওদের এমন কিছু জিনিস জানলে, আর মিল তো দূর, আরও খারাপ লাগবে। তাই জেনে নিন চিন সম্পর্কে এমন কিছু তথ্য যেগুলো আপনি জানেন না।

১) চিনে লোকে জেলে গেলে, পয়সাওয়ালা লোকেরা নিজে জেলে না গিয়ে, তাদের বডি ডাবলকে চিনে পাঠায়! বুঝুন কাণ্ড।

২) আমেরিকায় যত জন মানুষ ইংরেজিতে কথা বলেন, তার থেকে অনেক বেশি চিনা ইংরেজি ভাষায় কথা বলে।

৩) চিনে একটা জনপ্রিয় স্যুপ খাওয়ার চল আছে। এই স্যুপটা তৈরি হয় পাখির বাসা দিয়ে! খাবেন নাকি!

৪) চিনে একটি ওয়েবসাইট আছে, যেখানে এক সপ্তাহের জন্য গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া যায়। খরচ করতে হবে মাত্র ৩১ ডলার!

৫) চিনে প্রতি বছর ১ হাজারের বেশি যুবক-যুবতী তাদের কিডনিও বিক্রি করে দেন শুধুমাত্র আইফোন কেনার জন্য!

.