স্বাধীনতা দিবসে শ্রীলঙ্কার কিছু ঝাল তথ্য

Updated By: Feb 4, 2016, 11:57 AM IST
স্বাধীনতা দিবসে শ্রীলঙ্কার কিছু ঝাল তথ্য

আজ, ৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস। আমাদের একেবারে পড়শি দেশ হল শ্রীলঙ্কা। পড়শির খবর রাখবেন না?জেনে নিন শ্রীলঙ্কার দশটি জানা অজানা তথ্য

১) শ্রীলঙ্কায় ক্রিকেটে ভারতের মতই জনপ্রিয়। তবে শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল। অলিম্পিকের ইতিহাসে মাত্র দুটো পদক আছে এই দ্বীপরাষ্ট্রটির। দুটো রূপোই এসেছে অ্যাথলেটিক্স থেকে।

২) বিশ্বে সবচেয়ে বেশি চা রফতানি করে শ্রীলঙ্কা। এ ছাড়াও  কফি, নারকেল, রাবার উৎপাদন ও রফতানিতে বিখ্যাত এই দেশ।

৩) বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এই শ্রীলঙ্কা থেকেই। শ্রীমাভ বন্দেরনায়েক শ্রীলঙ্কার নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তাঁর সুযোগ্যকন্যা চন্দ্রিকা কুমারাতুঙ্গা ১৯৯৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হবার আগে ১৯৯৪ সালের আগষ্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীও ছিলেন।

৪) শ্রীলঙ্কায় কোল্ড ড্রিঙ্কসের থেকে অনেক বেশি বিক্রি হয় এলা কিরি। আসলে এলা কিরি হল গরুর দুধ।

৫) এশিয়ার অন্যতম সেরা শিক্ষিত দেশ হল শ্রীলঙ্কা। দেশে শিক্ষিতের হার ৯২ শতাংশ। গোটা দেশে ১১টা বিশ্ববিদ্যালয় আছে।

৬) শ্রীলঙ্কার জাতীয় পতাকা বিশ্বের মধ্যে অন্যতম সবচেয়ে পুরনো।


৭) ভারতের চোখের জল, ভারত মহাসাগরের মুক্ত- মানচিত্রে শ্রীলঙ্কার ছবি দেখে অনেকেই শ্রীলঙ্কাকে ভারতের চোখের জল বলা হয়। অনেক আবার শ্রীলঙ্কাকে ভারত মহাসাগরের মুক্তো বা  The Pearl of the Indian Ocean বলে।

৮) আমরা যেমন দু দিকে মাথা নেড়ে না বোঝাই সেখানে শ্রীলঙ্কানরা তাদের দু দিকে মাথা নেড়ে জানান হ্যাঁ।

৯) গোটা শ্রীলঙ্কা জুড়ে শুধু একটাই প্রজাতির কুকুর আছে। তাদের গায়ের রঙ, আয়তন প্রায় একইরকম। কুকুরগুলোকে আলাদা করা খুব কঠিন।

১০) শ্রীলঙ্কার জনসংখ্যার ৭০ শতাংশ বুদ্ধ ধর্মাবলম্বী, ১২ শতাংশ হিন্দু, ৯ শতাংশ মুসলিম, ৭ শতাংশ খ্রিস্টান। ২০১২ সালের জনগণনা অনুযায়ী জনংখ্যা আড়াই কোটি।

১১) ২০০৪ সুনামিতে সবচেয়ে ক্ষতি হয়েছিল শ্রীলঙ্কার। ৪০ হাজার শ্রীলঙ্কান মারা গিয়েছিলেন সুনামিতে।

.