চাই `মেড ইন ইতালি` তকমা, সেই দাবিতে শুয়োরের পাল নিয়ে ইতালির পার্লামেন্টের বাইরে চলল বিক্ষোভ

ইতালীয় হ্যাম হোক বা সালামি। দেশে তৈরি ওই সব খাবারে দিতে হবে `মেড ইন ইতালি` তকমা। এই দাবিতে শুয়োরের পাল নিয়ে রীতিমতো ইতালির পার্লামেন্ট অভিযান করল কৃষক এবং ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। চলল স্লোগানিং।

Updated By: Dec 6, 2013, 09:08 PM IST

ইতালীয় হ্যাম হোক বা সালামি। দেশে তৈরি ওই সব খাবারে দিতে হবে `মেড ইন ইতালি` তকমা। এই দাবিতে শুয়োরের পাল নিয়ে রীতিমতো ইতালির পার্লামেন্ট অভিযান করল কৃষক এবং ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। চলল স্লোগানিং।

ইতালি পার্লামেন্টের ঠিক বাইরে খাঁচার ভিতরে শুয়োর। প্রতিবাদ জানাতে একেবারে জ্যান্ত শুয়োর নিয়ে পার্লামেন্টের সামনে হাজির কৃষক-ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। তাঁদের দাবি `মেড ইন ইতালি ` ব্র্যান্ড বাঁচাতে এবার ব্যবস্থা নিক সরকার।

আমাদের আর কিছু করার নেই। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। সব শেষ হয়ে গেছে। আমি একজন কৃষক। আগে ছিলাম। এখন আমি নিঃস্ব। তাই এইভাবে প্রতিবাদে অংশ নিয়েছি।

বিক্ষোভকারীদের অভিযোগ, ইতালির বাজার ছেয়ে গিয়েছে বিদেশি পণ্যে। প্রতিদিন বাইরের অনেক পণ্য বাজারে ঢুকছে যেগুলি জাদুর মতো `মেড ইন ইতালি` ব্র্যান্ডও পেয়ে যাচ্ছে।

সরকারের উচিত কড়া আইন তৈরি করা। যাতে এগুলি রোখা যায়।এবং বোঝা যায় কোনটা কোথায় তৈরি।

এই মুহূর্তে আর্থিক মন্দায় জেরবার ইতালি। বাড়ছে বেকার সমস্যা। ইতালির কৃষি এবং

.