মোক্ষম সময় বিপর্যয়, মহিলা সাংবাদিকের গায়ে উড়ে বসল আরশোলা, ধরা পড়ল ক্যামেরায়
ওয়েব ডেস্ক: খবর সংগ্রহে বেরিয়ে নানা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হয় সাংবাদিকদের। ঝড়, ঝঞ্ঝা বা যুদ্ধ, কোনও কিছুই রুখতে পারে না তাঁদের। সেসব বিপত্তিকে সয়ে হাসিমুখে মানুষের কাছে খবর পৌঁছে দেন সাংবাদিকরা। কিন্তু কখনও বিপত্তি এমন সময় ঘটে যে এড়ানো সম্ভব হয় না দুঁদে সাংবাদিকের পক্ষেও। যেমন সম্প্রতি ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলিস শহরের কেটিএলএ নিউজ়ের রিপোর্টার মেরি বেথ ম্যাকডাডের সঙ্গে। লাইভ হওয়ার কয়েক মুহূর্ত আগে তাঁর গায়ে এসে বসল একটি আরশোলা।
আরও পড়ুন - দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু
আরশোলা দেখেই আর্তনাদ করে ওঠেন ওই মহিলা রিপোর্টার। বুকের ওপর বসে থাকা আরশোলাটিকে হাতে থাকা মাইক্রোফোন ও কাগজ দিয়ে কোনওক্রমে বিদায় করেন তিনি। দেখুন সেই ভিডিও।
Ahhhhh: Flying cockroach jumps on @mcdade_mb before her live shot on the @KTLA 5 News at 10p! #RoachBomb pic.twitter.com/ZjbC8NDMuv
— Marcus Wilson-Smith (@MarcusSmithKTLA) August 3, 2017