টিকিট পরীক্ষক আক্রান্ত, ফ্রান্সে ব্যাহত রেল চলাচল

গত বৃহস্পতিবার ছুরির আঘাতে আহত হয়েছিলেন ফ্রান্সের লিয়ঁ থেকে স্ত্রাসবুর্গ রুটের ট্রেনের এক টিকিট পরীক্ষক। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার আচমকা ধর্মঘটের ডাক দেন ফ্রান্সের জাতীয় রেল পরিষেবা এসএনসিএফের সমস্ত টিকিট পরীক্ষক।

Updated By: Oct 7, 2011, 09:39 PM IST

গত বৃহস্পতিবার ছুরির আঘাতে আহত হয়েছিলেন ফ্রান্সের লিয়ঁ থেকে স্ত্রাসবুর্গ রুটের ট্রেনের এক টিকিট পরীক্ষক।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার আচমকা ধর্মঘটের ডাক দেন ফ্রান্সের জাতীয় রেল পরিষেবা এসএনসিএফের সমস্ত টিকিট পরীক্ষক। ফলে চূড়ান্ত বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা।
এসএনসিএফের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তিনটি হাইস্পিড ট্রেনের মধ্যে একটি করে এবং চারটি রিজিওনাল ট্রেনের মধ্যে মাত্র একটি করে ট্রেন চলাচল করবে।
কিন্তু যে সব ট্রেন চলাচল করছে, সে গুলিও আসা-যাওয়া করছে অত্যন্ত দেরিতে। 
অনেক যাত্রীই মনে করছেন, এই পরিস্থিতিতেও নিয়ম মতোই ট্রেন চালানো যেতে পারত।
তবে হামলার ঘটনা যে একেবারেই সমর্থনযোগ্য নয়, সে বিষয়ে তাঁদের মধ্যে কোনও দ্বিমত নেই।
স্থানীয় স্তরে ট্রেন চলাচল ক্ষতিগ্রস্ত হলেও আন্তর্জাতিক রেল পরিষেবায় এর কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছে এসএনসিএফ।

.