তাইল্যান্ডে ভয়াবহ বন্যা

গত দুদশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয়েছেন মধ্য তাইল্যান্ডের বাসিন্দারা। প্রাচীন শহর আয়ুত্থায়া জলের তলায়। অনেক জায়গাতেই জলের গভীরতা দু থেকে তিন মিটার।

Updated By: Oct 7, 2011, 08:55 PM IST

গত দুদশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার হয়েছেন মধ্য তাইল্যান্ডের বাসিন্দারা।
প্রাচীন শহর আয়ুত্থায়া জলের তলায়। অনেক জায়গাতেই জলের গভীরতা দু থেকে তিন মিটার।
ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বহু মানুষ। রাজধানী ব্যাঙ্কক থেকে একশো পাঁচ কিলোমিটার দূরে
আয়ুত্থায়ায় কমপক্ষে দুটি বাঁধ ভেঙে গেছে। স্থানীয় বাসিন্দারা বালির বস্তা দিয়ে জল আটকানোর
চেষ্টা করছেন। বন্যার এই ভয়াবহতা আগে কখনও দেখেননি বলে তাঁরা জানিয়েছেন।
আগামী দু-তিন দিনে আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
কানায় কানায় পূর্ণ, তাক প্রদেশের ভূমিবোল বাঁধ থেকে জল ছাড়া হলে পিং নদীর বন্যায় নতুন নতুন
এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যার জেরে কৃষি ও শিল্পের ক্ষতি হওয়ায় তাইল্যান্ডের
অর্থনৈতিক বিকাশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সে দেশের বণিকমহল।
সরকারি দফতরের হিসাব বলছে,চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি থেকে এখনও পর্যন্ত তাইল্যান্ডের
বন্যায় প্রাণ হারিয়েছেন দুশো বাহান্ন জন। গত তিন মাস ধরে লাগাতার ঝড়-বৃষ্টিতে ক্রমশ খারাপ
হয়েছে পরিস্থিতি। প্রতিবেশী কম্বোডিয়া ও ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা যথাক্রমে একশো সাতষট্টি
ও পনেরো। রাষ্ট্রসঙ্ঘের তথ্য অনুযায়ী গত পঞ্চাশ বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এত বড় মাপের বন্যা
আর হয়নি

.