করোনার নতুন স্ট্রেন ফ্রান্স ও নাইজেরিয়ায়, ব্রিটেনের সঙ্গে সীমান্ত আংশিক বন্ধ করল ফ্রান্স

Updated By: Dec 26, 2020, 12:00 PM IST
 করোনার নতুন স্ট্রেন ফ্রান্স ও নাইজেরিয়ায়, ব্রিটেনের সঙ্গে সীমান্ত আংশিক বন্ধ করল ফ্রান্স

নিজস্ব প্রতিবেদন: নতুন করোনা স্ট্রেন নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বে। একটার পর একটা দেশে ধরা পড়ছে করোনার নতুন স্ট্রেন। ইতিমধ্যেই আটটি ইউরোপীয় দেশে এই স্ট্রেন ধরা পড়েছে। 

ক্রিসমাসে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের আতঙ্ক ছড়াল নাইজেরিয়ায়। নতুন স্ট্রেনের দেখা মিলল ফ্রান্সেও।

ব্রিটেন, দক্ষিণ আফ্রিকার পরে নতুন স্ট্রেনের আতঙ্ক এ বার নাইজেরিয়াতেও। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এটি ব্রিটেনের স্ট্রেনের থেকে আলাদা। এটিও মিউটেশন ঘটিয়ে সংক্রমণ ক্ষমতা বাড়িয়ে নিয়েছে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) এক রিপোর্টে জানিয়েছে, নতুন এই স্ট্রেনের সংক্রমণ ধরা পড়েছে ডেনমার্কে, নেদারল্যান্ডসে, অস্ট্রেলিয়ায়। এ বার এই সংক্রমণ ধরা পড়ল ফ্রান্সেও। করোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়ার পর ফ্রান্সের সঙ্গে ব্রিটেন সীমান্ত আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নাগরিক যাঁরা ফিরতে চাইছেন, তাঁদের পরীক্ষা করে ফেরানো হচ্ছে বলে জানানো হয়েছে সেই দেশের তরফে।

Also Read: Corona-র মাঝে নতুন বিপদ! মগজ খেকো Amoeba-র উত্পাত বাড়ছে, জারি সতর্কতা

 

.