আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ফরাসী অলিম্পিয়ান সহ মৃত ১০
একটি জনপ্রিয় ইউরোপিয়ান রিয়েলিটি শোয়ের প্রতিযোগীদের নিয়ে দুটি হেলিকপ্টার উত্তর-পশ্চিম আর্জেন্টিনার প্রত্যন্ত অঞ্চলে ভেঙে পড়ল। মৃতদের মধ্যে ৮জন ফরাসী নাগরিক, ২জন আর্জেন্টিনারই বাসিন্দা। মৃত ফরাসী নাগরিকদের মধ্যে দু'জন অলিম্পিকে পদক বিজয়ী, এক জন সেলিং চ্যাম্পিয়ন।
ওয়েব ডেস্ক: একটি জনপ্রিয় ইউরোপিয়ান রিয়েলিটি শোয়ের প্রতিযোগীদের নিয়ে দুটি হেলিকপ্টার উত্তর-পশ্চিম আর্জেন্টিনার প্রত্যন্ত অঞ্চলে ভেঙে পড়ল। মৃতদের মধ্যে ৮জন ফরাসী নাগরিক, ২জন আর্জেন্টিনারই বাসিন্দা। মৃত ফরাসী নাগরিকদের মধ্যে দু'জন অলিম্পিকে পদক বিজয়ী, এক জন সেলিং চ্যাম্পিয়ন।
বুয়েন্স আইরেসের ১,১৭০ কিলোমিটার উত্তরপশ্চিমে লা রিওজা প্রদেশের উপর দিয়ে ওড়ার সময় ভেঙে পড়ে দুটি হেলিকপ্টারই। দুটি হেলিকপ্টারের ১০জন যাত্রীই মারা গেছেন বলে জানা গেছে।
ভিলা কারতেলির মেয়র জানিয়েছেন মৃত ফরাসী নাগরিকরা প্রত্যেকেই একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ছিলেন।
সুইৎজারল্যান্ড ও ডেনমার্কে শ্যুটিং সেরে ভিলা কাসতেল্লিতে তাঁরা ওই রিয়েলিটি শোয়ের শ্যুটিংয়ের জন্যই এসেছিলেন।
যদিও এখনও পর্যন্ত হেলিকপ্টার দুটির ভেঙে পড়ার নির্দিষ্ট কারণ জানা যাইনি।