ফরাসী সেনার গুলিতে নিহত দুই ভারতীয়, শোকপ্রকাশ ওলান্দের
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইতে ফরাসী সেনার গুলিতে মারা গেলেন দু`জন ভারতীয়। গুরুতর আহত আরও ছ`জন। বাঙ্গুই এয়ারপোর্টে দিকে দ্রুত গতিতে ছুটে আসা দুটি গাড়িতে গুলি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রে খবর। গত কয়েকদিন ধরেই বিদ্রোহীদের দখলে চলে গেছে সেন্টাল আফ্রিকান রিপাবলিকের বেশ কিছু অংশ। সে কারণে সারা দেশ জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইতে ফরাসী সেনার গুলিতে মারা গেলেন দু`জন ভারতীয়। গুরুতর আহত আরও ছ`জন। বাঙ্গুই এয়ারপোর্টে দিকে দ্রুত গতিতে ছুটে আসা দুটি গাড়িতে গুলি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রে খবর। গত কয়েকদিন ধরেই বিদ্রোহীদের দখলে চলে গেছে সেন্টাল আফ্রিকান রিপাবলিকের বেশ কিছু অংশ। সে কারণে সারা দেশ জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
গতকাল প্রধানমন্ত্রী মনমোহন সিংকে একটি চিঠি মারফত ঘটনাটি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ। এই ঘটনার যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন ফরাসী প্রেসিডেন্ট।
গত রবিবারই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুই দখল করে বিদ্রোহীরা। সোমবার এই ঘটনার সময় বাঙ্গুই বিমানবন্দর পাহারা দিচ্ছিলেন ৩০০ জন সশস্ত্র ফরাসী সৈনিক।