পাঁচ জনে মিলেও সামলানো গেল না ১৮ ফুটের বার্মিজ পাইথনকে

ফ্লোরিডার এভারগ্লেডেস ন্যাশানাল পার্কে ধরা পড়ল এক বিশালাকার বার্মিজ পাইথন। ১৮ ফুটের এই বার্মিজ পাইথনের গোড়া থেকে শেষ অবধি ধরতে লাগল পাঁচজন। ১৩০ পাউন্ড বা ৫৯ কেজি ওজনের এই পাইথনটিকে বাগে আনতে পাঁচজনও হিমশিম খেল।

Updated By: Aug 3, 2015, 10:35 PM IST
পাঁচ জনে মিলেও সামলানো গেল না ১৮ ফুটের বার্মিজ পাইথনকে
পাইথনের ছবিগুলি Caters থেকে নেওয়া।

ওয়েব ডেস্ক: ফ্লোরিডার এভারগ্লেডেস ন্যাশানাল পার্কে ধরা পড়ল এক বিশালাকার বার্মিজ পাইথন। ১৮ ফুটের এই বার্মিজ পাইথনের গোড়া থেকে শেষ অবধি ধরতে লাগল পাঁচজন। ১৩০ পাউন্ড বা ৫৯ কেজি ওজনের এই পাইথনটিকে বাগে আনতে পাঁচজনও হিমশিম খেল।

ফ্লোরিডায় ধরা পড়ে পাইথনের বিচারে এটা দ্বিতীয় সবচেয়ে বড়। ১৮ ফুট ৩ ইঞ্চির এই পাইথনটি পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে। এর আগে ফ্লোরিডায় ১৯ ফুট লম্বা পাইথন ধরা পড়েছিল। দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায় এই প্রজাতির পাইথন। চামড়ার জন্য চোরাশিকারীদের কাছে খুবই কদর এই সাপের। নিশাচর জাতীয় এই ধরনের মহিলা পাইথন ৩৬টি ডিম পাড়তে পারে।     

.